Claim
ফিলিস্তিনি শহীদ ভাই এর কিছু কথা
Fact
ভিডিওটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ডায়ালিং নামের একটি শর্টফিল্মের একটি দৃশ্য
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে যুদ্ধরত অবস্থায় বার্তা পাঠানোর একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় ফিলিস্তিনি শহীদ ভাই এর কিছু কথা। এমন দাবিতে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে Dubai International Film Festival এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২৪ নভেম্বরে “DIFF 2015 – Dialing“ শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সেসময়ে দুবাই ভিত্তিক সংবাদ গালফ নিউজে দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবাল নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে ডায়ালিং শর্টফিল্ম সম্পর্কে উল্লেখ করা হয়, এটি বাহা আল কাদেমি নামে এক পরিচালক তৈরি করেছেন একজন ইরাকি মা তার সন্তানের মৃত্যুর আগ মুহুর্তের একটি বার্তা নিয়ে।
Read More: বাবা মেয়েকে বিস্ফোরণের শব্দকে খেলনার শব্দ বোঝানোর ভিডিওটি ফিলিস্তিনের নয়
Conclusion
২০১৫ সালে প্রকাশিত ডায়ালিং শর্টফিল্মের একটি ক্লিপকে ফিলিস্তিনি শহীদ যোদ্ধার কিছু কথা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Video published on DIFF Official YouTube Channel on 24 November 2015
A report published on Gulf News on 23 November 2015
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।