Claim
‘আমেরিকার মন্ত্রী ফিলিস্তিনের সবাইকে হত্যা করতে বলেছে, তাই ফিলিস্তিনি সাংবাদিকের আক্রমণ’’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত একটি কক্ষে বেঞ্চের পিছনে থাকা এক ভদ্র মহিলার উপর অপর ব্যক্তি ঝাপিয়ে পড়ে। দাবি করা হচ্ছে ঝাপিয়ে পড়া ব্যক্তি একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং বেঞ্চের পেছনে থাকা ভদ্র মহিলা একজন আমেরিকান মন্ত্রী। গাজা গণহত্যায় ইজরায়েলকে সমর্থন করায় ফিলিস্তিনের উক্ত সাংবাদিক প্রতিবাদস্বরূপ তার উপর আক্রমণ করে বলে ভাইরাল ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে।
ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact
আমেরিকান মন্ত্রীর উপর ফিলিস্তিনি সাংবাদিকের আক্রমণের দাবিতে ভাইরাল ভিডিওটি যাচাই করতে আমরা প্রাথমিকভাবে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা একই ভিডিওর এক বছর পুরাতন বেশ কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট ইউটউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খুজে পাই।
এমন ভিডিওগুলো দেখুন এখানে- (১, ২ ও ৩)
TIME ও Associate Press এর দুটি ভিন্ন পোস্ট থেকে জানা যায় নেভাডার লাস ভেগাস এ একটি কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্ট এ জাজ একজন অভিযুক্তর সাজা ঘোষণা করলে অভিযুক্ত উক্ত জাজ এর উপর অতর্কিতভাবে ঝাপিয়ে পড়ে। ঘটনাটি ২০২৪ সালের জানুয়ারি ৪ তারিখে সংঘটিত হয়।
এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে- CNN, NBC News.
সম্প্রতি গাজা গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। ফিলিস্তিনিদের প্রতি একাত্বতা ও সহমর্মিতা প্রকাশ করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর বহু দেশ এই বিক্ষোভ কর্মসূচী পালন করছে। এরই মাঝে উক্ত দাবি সম্বলিত একটি অসম্পর্কিত পুরনো ভিডিও ভাইরাল হয়।
উপরিউক্ত অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি কোন ফিলিস্তিনি সাংবাদিকের না এবং ভিডিওতে থাকা ভদ্রমহিলা আমেরিকার কোন মন্ত্রী নন বরং কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্ট এর একজন জাজ।
Result: False
Our Sources:
CNN, NBC News
AP TIME
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।