শুক্রবার, মে 16, 2025
শুক্রবার, মে 16, 2025

HomeFact CheckFact Check: পাকিস্তানের স্পেশাল ফোর্স ভারতীয় সেনা ঘাঁটি ধ্বংস করেছে দাবিতে সিনেমার...

Fact Check: পাকিস্তানের স্পেশাল ফোর্স ভারতীয় সেনা ঘাঁটি ধ্বংস করেছে দাবিতে সিনেমার সেটের ভিডিও প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে পাকিস্তানের স্পেশাল ফোর্স এর আক্রমনে ভারতীয় সেনা ঘাঁটির অবস্থা দাবিতে একটা ভিডিও প্রচার করা হয়েছে। 

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করার জন্য ভিডিওটি থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Johnny Utah নামক ইউটিউব চ্যানেলে ২০১১ সালের ২০ আগষ্ট  ‘Universal Studios Hollywood: ‘War Of The Worlds’ Set’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি, ভিডিওর বিবরণ থেকে জানা যায় যে এটি পরিচালক স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ২০০৫ সালের সায়েন্স-ফিকশন চলচ্চিত্র ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস-এর একটি দৃশ্যের রিমেক। এতে টম ক্রুজ অভিনয় করেছিলেন। ভিডিওতে দেখা ক্র্যাশ সিকুয়েন্সের বিশাল সেটটি ইউনিভার্সাল স্টুডিওস হলিউড-এ অবস্থিত, যেখানে একটি আসল ৭৪৭ বিমান নামিয়ে তা ধ্বংস করে এই দৃশ্য নির্মাণ করা হয়েছিল।

তাছাড়া মুভি সেটটির একাধিক ছবি সহ বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে। 

সুতরাং, হলিউড সিনেমার সেটের দৃশ্যকে পাকিস্তানের স্পেশাল ফোর্সের আক্রমণে ভারতীয় সেনা ঘাঁটি ধ্বংসের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।

Result: False

Our Sources
Johnny Utah YouTube
The Aviationist 


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular