বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact CheckFact check: পুরোনো ভিডিওকে গণ অধিকার পরিষদের মশাল মিছিল বলে প্রচার

Fact check: পুরোনো ভিডিওকে গণ অধিকার পরিষদের মশাল মিছিল বলে প্রচার

Claim- ‘রাতেই ঢাকা ঘেরাও, নুর বাহিনী ফুসে উঠেছে,হামলার প্রতিবাদে বিক্ষোভ ’
Fact- প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক প্রতিবাদ মিছিলের নয়। 

‘রাতেই ঢাকা ঘেরাও, নুর বাহিনী ফুসে উঠেছে,হামলার প্রতিবাদে বিক্ষোভ ’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট ভাইরাল হয়, দেখুন এখানে- টিকটক। গত ৩০শে জুলাই রাতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদের নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ একটি প্রতিবাদ মিছিল বের করে। এই বিক্ষোভকে কেন্দ্র করে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। নিচে একটি স্ক্রিনশট দেখুন-

screenshot of the viral post
courtesy: Tik Tok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে ভিডিওটি বিভ্রান্তিকর। 

Fact check/ Verification

গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি গণ অধিকার পরিষদের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের নয় বরং গত বছর ছাত্র অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলের। দেখুন এখানেএখানেএখানে। এছাড়াও ভিডিওতে মিছিলের সম্মুখে থাকা ব্যানারটি লক্ষ্য করলে দেখা যায় আবরার ফাহাদের স্বরণ সভায় ছাত্র অধিকার পরিষদ এর নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল সম্পর্কে স্পষ্টত উল্লেখ করা আছে। 

screenshot of the banner from the viral video that is irrelevant to the claim
courtesy: Tik Tok/ User

গত বছর ৭ই অক্টবর, ২০২২ তারিখে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী  স্বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় ছাত্রলীগের কর্মীরা হামলা করলে ছাত্র অধিকার পরিষদের ১৫ জন  নেতাকর্মী আহত হয়। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার, প্রথম আলোইউএনবি। পরবর্তীতে সেদিন রাতেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল বের করা হয়। সমকালের ফেসবুক পেইজে সেই মশাল মিছিলের রেকর্ডিংটি পাওয়া যায়। দেখুন এখানে- সমকাল। 

screenshot of the report that says Chatra League attacked on the Chatra Adhikar Parishad at University of Dhaka
courtesy: Internet/ Prothom Alo online
screenshot of the original video posted on 7 October 2022, Samakal’s official fb page
courtesy: Facebook/ Samakal

এদিকে গত ৩০ জুলাই বিএনপির সমাবেশে দলটির নেতাকর্মীদের উপর হামলা চালায় পুলিশ ও বিরোধী দলের কর্মীরা। এতে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন। এই হামলার প্রতিবাদে সেদিন রাতে নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ একটি মিছিলের আয়োজন করে। প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ ।  এই মিছিলের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হয়। 

Conclusion

প্রতিবাদ মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়। 

Result: False

Our Sources: 
মুল ভিডিও ইউটিউবঃ এখানেএখানেএখানে
দ্যা ডেইলি স্টার, প্রথম আলোইউএনবিসমকাল , কালের কণ্ঠ


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular