Claim- ‘রাতেই ঢাকা ঘেরাও, নুর বাহিনী ফুসে উঠেছে,হামলার প্রতিবাদে বিক্ষোভ ’
Fact- প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক প্রতিবাদ মিছিলের নয়।
‘রাতেই ঢাকা ঘেরাও, নুর বাহিনী ফুসে উঠেছে,হামলার প্রতিবাদে বিক্ষোভ ’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট ভাইরাল হয়, দেখুন এখানে- টিকটক। গত ৩০শে জুলাই রাতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদের নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ একটি প্রতিবাদ মিছিল বের করে। এই বিক্ষোভকে কেন্দ্র করে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। নিচে একটি স্ক্রিনশট দেখুন-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে ভিডিওটি বিভ্রান্তিকর।
Fact check/ Verification
গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি গণ অধিকার পরিষদের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের নয় বরং গত বছর ছাত্র অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলের। দেখুন এখানে, এখানে ও এখানে। এছাড়াও ভিডিওতে মিছিলের সম্মুখে থাকা ব্যানারটি লক্ষ্য করলে দেখা যায় আবরার ফাহাদের স্বরণ সভায় ছাত্র অধিকার পরিষদ এর নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল সম্পর্কে স্পষ্টত উল্লেখ করা আছে।
গত বছর ৭ই অক্টবর, ২০২২ তারিখে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী স্বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় ছাত্রলীগের কর্মীরা হামলা করলে ছাত্র অধিকার পরিষদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার, প্রথম আলো ও ইউএনবি। পরবর্তীতে সেদিন রাতেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই হামলার প্রতিবাদে একটি মশাল মিছিল বের করা হয়। সমকালের ফেসবুক পেইজে সেই মশাল মিছিলের রেকর্ডিংটি পাওয়া যায়। দেখুন এখানে- সমকাল।
এদিকে গত ৩০ জুলাই বিএনপির সমাবেশে দলটির নেতাকর্মীদের উপর হামলা চালায় পুলিশ ও বিরোধী দলের কর্মীরা। এতে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন। এই হামলার প্রতিবাদে সেদিন রাতে নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ একটি মিছিলের আয়োজন করে। প্রতিবেদন দেখুন এখানে- কালের কণ্ঠ । এই মিছিলের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হয়।
Conclusion
প্রতিবাদ মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়।
Result: False
Our Sources:
মুল ভিডিও ইউটিউবঃ এখানে, এখানে ও এখানে
দ্যা ডেইলি স্টার, প্রথম আলো ও ইউএনবিসমকাল , কালের কণ্ঠ
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।