বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024

HomeFact CheckFact Check: এতিম শিশু দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের নয় 

Fact Check: এতিম শিশু দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের নয় 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শিশুর ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, শিশুটিকে তুরস্কে ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী,  “তুরস্কে ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত এক এতিম শিশুর আকুতি।” ভাইরাল ভিডিওগুলো দেখুন এখানে, এবং এখানে। 

তুরস্ক

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিওটি থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২১ সালের ১৩ ও ২১ আগস্টে ইন্সটাগ্রামে @engellilericinelele এবং @mizahvibio নামের দুটি অ্যাকাউন্টে প্রকাশিত পৃথক পোস্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Instagram will load in the frontend.
Instagram will load in the frontend.

তাছাড়া, Melek Baykal নামের একটি ফেসবুক পেজে ২০২১ সালের ১৩ মার্চে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির মূল সূত্র খুঁজে না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে এটি তুরস্ক-সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী নয়। 

Conclusion

২০২১ সালে ইন্টারনেটে প্রচার হওয়া একটি শিশুর ভিডিওকে সম্প্রতি তুরস্কে ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত এক এতিম শিশুর আকুতি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular