রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkভাইরাল ভাই-বোনের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের ভূমিকম্পের নয় 

ভাইরাল ভাই-বোনের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের ভূমিকম্পের নয় 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দুটি শিশুর ভিডিওকে প্রচার করে দাবি করা হচ্ছে তুরস্কের ভূমিকম্পের ঘটনায় বাবা-মা মারা যাওয়ার পর ছোট বোন তার ভাইকে মায়ের ভূমিকায় সেবা দিচ্ছেন। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে এবং এখানে। 

তুরস্ক

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে @anelya.495 নামের একটি টিকটক অ্যাকাউন্টে ২৬ নভেম্বর ২০২২ সালে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from @anelya.495 TikTok Account

তাছাড়া, রাশিয়ান ভাষার এই অ্যাকাউন্টটিতে একই শিশুর একাধিক ভিডিও দেখতে পাওয়া যায়। 

Screenshot taken from @anelya.495 TikTok Account

অর্থাৎ, ভিডিওটি তুরস্কে ঘটা সাম্প্রতিক ভূমিকম্পের আগে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

Read More: নেপালের পুরোনো ভূমিকম্পের ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের দাবিতে প্রচার 

Conclusion

২০২২ সালে @anelya.495 নামক একটি টিকটিক অ্যাকাউন্টে প্রকাশিত দুটি শিশুর ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular