সোমবার, ডিসেম্বর 23, 2024
সোমবার, ডিসেম্বর 23, 2024

HomeFact Checkনা, ভিডিওটি সম্প্রতি তুরস্ক ভূমিকম্পের নয় 

না, ভিডিওটি সম্প্রতি তুরস্ক ভূমিকম্পের নয় 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজের ভিডিওকে প্রচার করে দাবি করা হচ্ছে এটি তুরস্কের সম্প্রতি ঘটা ভূমিকম্পের ভিডিও। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে। 

তুরস্ক

উল্লখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কীফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, তুরস্কের এলাজিগ শহর ভিত্তিক সংবাদমাধ্যম Elazig Latest News এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২১ ই ফেব্রুয়ারিতে “ The Clearest Image of Elazig Earthquake – Mother’s Sacrifice” শিরোনামে প্রকাশিত মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, অন্যান্য তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে সেসময়ে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায় দেখুন এখানে এবং এখানে। 

পরবর্তীতে, Esonharber নামের অপর একটি তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় ২০২০ সালে 6.8 মাত্রার একটি ভূমিকম্পে 41 জন প্রাণ হারিয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল এলাজিগের সিভরিস জেলা।

Read More: নেপাল-ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

Conclusion

২০২০ সালে তুরস্কের এলজাগিতে ঘটা ভূমিকম্পের দৃশ্যকে সম্প্রতি ঘটা ভূমিকম্পের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular