বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মী আটক দাবিতে প্রচারিত সংবাদটি পুরোনো

Fact Check: বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মী আটক দাবিতে প্রচারিত সংবাদটি পুরোনো

Claim
বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
Fact 
“বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক” শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটি সাম্প্রতিক নয় বরং ২০১৪ সালের প্রতিবেদন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকে বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক” শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

ছাত্রলীগ
Screenshot taken from Makshedul Momen Facebook Post

উল্লেখ্য গত শনিবার (২৯ জুলাই) রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগা একটি বাসের চালক গণমাধ্যমকে বলছেন, ৩ যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। তবে বিষয়টি নিয়ে মূলধারার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে। 

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলো’র অনলাইন সংস্করণে ২০১৪ সালের পহেলা জানুয়ারি ‘বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন হতে জানা যায়, ২০১৪ সালের পহেলা জানুয়ারি মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে আগুন ধরানোর চেষ্টার সময় হাতেনাতে তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

তাছাড়া, পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রথম আলো’র অফিশিয়াল ফেসবুক পেজে আলোচিত স্ক্রিনশটের প্রতিবেদনটিকে পুরোনো জানিয়ে একটি পোস্ট করা হয়। 

Conclusion

গত ২৯ জুলাই ঢাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে দাবিতে প্রথম আলো’র একটি পুরোনো প্রতিবেদনের স্ক্রিনশটকে ফেসবুকে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
Prothom Alo Report published on 29 July 2023
Samakal Report published on 29 July 2023
Prothom Alo Report published on 01 January 2014
Prothom Alo Facebook Post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular