বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkভাইরাল ভূমিকম্পের ভিডিওটি তুরষ্কের নয় 

ভাইরাল ভূমিকম্পের ভিডিওটি তুরষ্কের নয় 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ব্রিজের উপর গাড়ির ভেতর হতে শুট করা ভুমিকম্পণের ভিডিওকে প্রচার করে দাবি করা হচ্ছে এটি তুরস্কের সম্প্রতি ঘটা ভূমিকম্পের ভিডিও। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে, এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কীফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারিতে Y R নামের একটি ইউটিউব চ্যানেলে “Metropolitan Expressway No. 6 at the time of the 3.11 earthquake Part 3” (অনুবাদিত) শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির নিচে ফুটেজটি শুটের আসল তারিখ সহ একটি জিপিএস কোর্ডিনেট পাওয়া যায়। পরবর্তীতে সেই কোর্ডিনেটকে গুগল ম্যাপসে সার্চ করে দেখা যায় এটি জাপানের টোকিওর সুমিদা সিটিতে অবস্থিত। তাছাড়া স্ট্রিট ভিউতে থাকা সেখানকার বর্তমান স্থাপনার সঙ্গে ভাইরাল ভিডিওতে থাকা স্থাপনা দৃশ্যর মিল পাওয়া যায়। 

তুরষ্ক
Screenshot taken from YR YouTube channel

অর্থাৎ, এটি ২০১১ সালে জাপানে সংঘটিত হওয়া কোনো এক ভূমিকম্পের দৃশ্য। 

Read More: না, ভিডিওটি সম্প্রতি তুরস্ক ভূমিকম্পের নয় 

Conclusion

২০১১ সালে জাপানে ভূমিকম্পের ভিডিওকে সম্প্রতি তুরষ্কের ভূমিকম্পের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular