মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact Checkতিন বাড়ির মালিক ব্যক্তির ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী নয়

তিন বাড়ির মালিক ব্যক্তির ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্প পরবর্তী নয়

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পাওরুটি হাতে একজন বৃদ্ধ লোকের ছবির সঙ্গে প্রচার করা হচ্ছে “৪০ সেকেন্ডের  ভূমিকম্পের আগে ৩ টি বাড়ি ছিল। কিন্তু ভূমিকম্পের ৪০ সেকেন্ড পরে ব্যক্তিটি তিনটি রুটিরও মালিক না বরং অন্যের দেওয়া রুটি হাতে দাঁড়িয়ে আছে”। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে এবং এখানে। 

তুরস্ক

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি বিভ্রান্তিকর।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম Haber Globa এ ২০২২ সালের ২৩ নভেম্বর ‘What happened in the 12 November 1999 Düzce Earthquake? ‘Everywhere was destroyed, everywhere was dark…‘শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Haber Global

এছাড়া, তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি ওয়েবসাইট AFAD এ ২০২২ সালের ১১ নভেম্বরও প্রকাশিত নিবন্ধেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from AFAD

মূলত ছবিটি ১৯৯৯ সালের ১২ নভেম্বর তুরস্কের ডুজসে শহরে সংঘটিত ভূমিকম্পের একটি ছবি। 

Read More: ভাইরাল ভাই-বোনের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি তুরস্কের ভূমিকম্পের নয় 

Conclusion

তুরস্কের ১৯৯৯ সালের ভূমিকম্পের একটি ছবিকে সাম্প্রতিক সময়ের ভূমিকম্পের চিত্র দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে

Result: Missing Context

Our Sources

Haber Global
AFAD 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular