বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact Checkতেলবাহী জাহাজ ডুবির ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়

তেলবাহী জাহাজ ডুবির ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি জাহাজ ডুবির ভিডিও শেয়ার করে দাবি করা হয়, জাহাজটি বাংলাদেশি, এবং ৬০০ কোটি টাকার তেল পরিবহনের জন্য জাহাজটির ট্যাঙ্কে তেল সরবরাহ করা মাত্রই জাহাজের ফাটল ধরে। 

জাহাজ

ফেসবুক পোস্টে ক্যাপশনে লেখা, “ ৬০০ কোটি টাকার তেলবাহী বাংলাদেশি জাহাজডুবি!!জাহাজে তেল লোড দেওয়ার সাথে সাথেই ফাটল ধরে।”

নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে arkindo – arkananta indonesia নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১৭ নভেম্বরে “DETIK DETIK TENGGELAMNYA KMP WIHAN SEJAHTERA” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ইন্দোনেশিয়ার মূল ধারার সংবাদ মাধ্যম Detik News এ বিষয়টি নিয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Read More: পৃথিবীর কঠিন কোর্সের তালিকাটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নয়

মূলত ভিডিওটি ২০১৫ সালের ১৬ নভেম্বর ডুবে যাওয়া ‘কেএম উইহান সেজাহতেরা’ নামের যাত্রীবাহী ফেরিটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া শহরের তেনজাং পেরাক বন্দরে (Tanjung Perak Port) ডুবে যায়।

Conclusion

২০১৫ সালে ইন্দোনেশিয়ায় ‘কেএম উইহান সেজাহতেরা’ নামের যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার পুরোনো একটি ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে ৬০০ কোটি টাকার তেলবাহী বাংলাদেশি জাহাজডুবির ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular