বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: নুরুল হক নুর এবং শামা ওবায়েদের ভাইরাল ছবিটি এডিটেড

Fact Check: নুরুল হক নুর এবং শামা ওবায়েদের ভাইরাল ছবিটি এডিটেড

Claim
নুরুল হক নুর এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদের একান্ত মূহুর্ত
Fact
ছবিগুলো এডিটেড। নুরুল হক নুর নামের একটি ফেসবুক পেজ এবং শামা ওবায়েদ নামের অপর একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন দুটি ছবি সংগ্রহ করে মিরর ফ্রেম জোড়া লাগিয়ে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের সাথে বিএনপি নেত্রী শামা ওবায়েদের একান্ত মূহুর্ত দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে। এমন দাবিতে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে Nurul Haque Nur নামের একটি ফেসবুক পেজে গত ০৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি পোস্টে নুরুল হক নুরের ইডিটেড ছবির অংশের মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টের একটি ছবিতে প্রদর্শিত পাঞ্জাবি পরিহিত ব্যক্তির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকা নুরুল হক নুরের ছবির সাথে নুরুল হক নুর ও শামা ওবায়েদের আলোচিত ছবিতে থাকা নুরের পোশাক, হাতের অবস্থান এবং ছবির বেকগ্রাউন্ডের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে শামা ওবায়েদের ছবির অংশটি খুঁজতে একই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ফেসবুকে শামা ওবায়েদ নামের একটি পেজে গত ০৫ জুন প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিতে শামা ওবায়েদের সাথে লাল ব্লেজার পরিহিত এক নারীকে দেখা যাচ্ছে। 

এছাড়া, Shama Obaed Official Fan’s Club নামের একটি ফেসবুক গ্রুপে ২০২০ সালের ২৩ জুন একটি ফেসবুক অ্যাকাউন্ট হতে করা এক পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। 

এই ছবিটির সাথেও শামা ওবায়েদের পোশাক, হাতের অবস্থান, চুল, অঙ্গভঙ্গির সাথে নুরের সাথে আলোচিত ছবি থাকা শামা ওবায়েদের ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Conclusion

গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের সাথে বিএনপি নেত্রী শামা ওবায়েদের একান্ত মূহুর্ত দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা প্রকৃতপক্ষে নুরুল হক নুর নামের একটি ফেসবুক পেজ এবং শামা ওবায়েদ নামের অপর একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিন্ন দুটি ছবি সংগ্রহ করে মিরর ফ্রেম ফটোশপের মাধ্যমে জোড়া লাগিয়ে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। 

Result: False

Our Sources
Nurul Haque Nur Facebook Post
Shama Obaed Facebook Post
Shama Obaed Official Fan’s Club Facebook Group
Newschecker Own Analysis


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular