বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckViralনেটফ্লিক্স সিরিজের দৃশ্য পরীক্ষাগারে রক্তকণিকা থেকে করোনা ভাইরাস তৈরির পদ্ধতি দাবিতে ভাইরাল

নেটফ্লিক্স সিরিজের দৃশ্য পরীক্ষাগারে রক্তকণিকা থেকে করোনা ভাইরাস তৈরির পদ্ধতি দাবিতে ভাইরাল

সম্প্রতি সামাজিক বিনোদনমূলক ভিডিও-শেয়ারিং মাধ্যম টিকটিকে প্রচারিত একটি ভাইরাল ভিডিওকে পরীক্ষাগারে রক্তকণিকা থেকে করোনা ভাইরাস তৈরির পদ্ধতি বলে দাবি করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি টেস্টস্লাইডে এক ফোঁটা রক্তকণিকা থেকে  প্রথমে দু‌টি, তারপর দুটি থেকে চারটি, এরপর আটটি এবং দ্রুত গতিতে অগণিত রক্তকণিকা তৈরি হয়। 

Screenshot from Tiktok

ভাইরাল এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ মিলয়নের কাছাকাছি। 

Fact Check/ Verification

গুগলে ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে “Lunar water💧 👉Water that multiplies || Drama~ The Silent Sea 🌊|| Korean drama💗” শিরোনামে একটি ভিডিওর সন্ধান পাই। ভিডিওটি ২০২২ সালে জানুয়ারির ১২ তারিখে আপলোড করা হয়। টিকটিক ভিডিওর  সাথে ইউটিউবের ভিডিওটির ৬ সেকেন্ড থেকে ১৮ সেকেন্ডের মিল দেখা যায়। 

পরবর্তীতে, “The Silent Sea Blood Scene” (দ্যা সাইলেন্ট সি ব্লাড সিন) লিখে গুগল অনুসন্ধানে জানতে পারি দৃশ্যটি নেটফ্লিক্স সিরিজ “The Silent Sea” এর চতুর্থ পর্বের একটি দৃশ্য। নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পায় ২০২১ সালে। এবং “The Silent Sea” এর চতুর্থ পর্ব “The Truth Comes Out” এর ২৮:০৯ সেকেন্ড থেকে ২৮:১৬ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের মিলে যায়। 

Screenshot from Netflix
Screenshot from Netflix

Conclusion

ভিডিওটি নেটফ্লিক্স সিরিজ “দ্যা সাইলেন্ট সি” (The Silent Sea) এর একটি দৃশ্য, যেখানে পরীক্ষাগারে রক্তকণিকা পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই দৃশ্যটিকেই পরীক্ষাগারে রক্তকণিকা থেকে করোনা ভাইরাস তৈরির পদ্ধতি হিসেবে-মিথ্যা দাবি করা হয়। 

Result: False

Our Sources

Tiktok: https://www.tiktok.com/@user190731972/video/7076326938989677851

Youtube: https://www.youtube.com/watch?app=desktop&v=Qu_P-vu_74o

IMDB: https://m.imdb.com/video/vi1690944281/?ref_=tt_vi_t_7


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular