রবিবার, এপ্রিল 28, 2024
রবিবার, এপ্রিল 28, 2024

HomeFact CheckFact check: ৭ই জানুয়ারি নির্বাচন হতে দিবে না বলে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি? 

Fact check: ৭ই জানুয়ারি নির্বাচন হতে দিবে না বলে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি? 

Claim- ৭ই জানুয়ারি হতে যাওয়া জাতীয় নির্বাচন না হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি
Fact- রাষ্ট্রপতি এমন কোন নির্দেশনা দেননি। ৭ই জানুয়ারি নির্বাচন নিয়ম অনুযায়ী এগুচ্ছে

‘৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন হতে দেয়া যাবে না বলে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট প্রচারিত হচ্ছে। পোস্টটিতে ‘নির্বাচন স্থগিত করা হয়েছে’ এমন একটি প্রতিবেদনের একাধিক ভিডিও ক্লিপ ব্যবহার করা হচ্ছে। পোস্টটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটকটিকটক। ভিডিওটির স্ক্রিনশট দেখুন এখানে-

screenshot of the viral post saying no election on jan & by the order of the president
courtesy: tiktok/ User
screenshot of the viral post saying no election on jan & by the order of the president
courtesy: tiktok/ User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায়, নির্বাচন স্থগিত করা হয়েছে বলে প্রচারিত ভিডিওতে থাকা প্রতিবেদনটি তিন বছর আগে করোনাকালীন সময়ে চলমান চসিক নির্বাচন সহ সকল নির্বাচন স্থগিত করার ঘটনায় প্রকাশিত প্রতিবেদন। প্রতিবেদনটি দেখুন এখানে- বৈশাখী টিভি। 

করোনাকালীন সময়ে নির্বাচন নিয়ে সমালোচনার মুখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সংসদীয় আসনের উপ-নির্বাচন সহ বিভিন্ন পর্যায়ে মোট ৮০টি নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। 

ভাইরাল ভিডিওর অপর এক অংশে দেখা যায়, ‘নির্বাচন স্থগিত করেছে বলে জানায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।’ কি-ওয়ার্ড অনুসন্ধানে জানা যায় আসন্ন জাতীয় নির্বাচনে নওগা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে আইন অনুযায়ী রিটার্নিং অফিসার উক্ত আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বলে গণমাধ্যমকে জানায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার, প্রথম আলো। 

এছাড়া ৭ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। 

Conclusion

সুতরাং, ৭ই জানুয়ারি নির্বাচন স্থগিত করার কোন ঘোষণা দেননি রাষ্ট্রপতি। 

Result: False

Our Sources:
বৈশাখী টিভিদ্যা ডেইলি স্টার, প্রথম আলো 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular