বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025
বৃহস্পতিবার, জানুয়ারি 23, 2025

HomeFact CheckFact check: নতুন শিক্ষাক্রমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ অপপ্রচার

Fact check: নতুন শিক্ষাক্রমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ অপপ্রচার

Claim- নতুন শিক্ষাক্রমের অংশ হাসের ডাক, সাইকেল নাচ ও ব্যাঙের লাফ
Fact-নতুন  শিক্ষাক্রমে উপরোক্ত কোন বিষয়ই অন্তর্ভুক্ত নয়  

নতুন শিক্ষাক্রমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সম্প্রতি। পোস্টগুলোতে বিভিন্ন নাচের (সাইকেল নাচ, হাসের ডাক ও ব্যাঙ লাফ) ও শারিরীক কর্মকান্ডের ভিডিও দিয়ে বলা হচ্ছে এগুলো নতুন কার্যকর হওয়া শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত। ভিডিওগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক,টিকটক,টিকটক,টিকট, টিকটক,টিকটকটিকটকটিকটক, টিকটকটিকটক, টিকটক, টিকটক, টিকটক ও  টিকটক। ভিডিওগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-

 নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/ Verification

গুগল কি-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চ করে আমরা ভাইরাল ভিডিওগুলোর মুল উৎস খুজে বের করার অনুসন্ধান করে থাকি। অনুসন্ধানে দেখা যায় ‘টিরিং টিরিং সাইকেল চালাই’, ‘হাসের ডাক’ ও ‘ব্যাঙ লাফ প্রশিক্ষণের’ সাথে জাতীয় শিক্ষাক্রমের কোন সম্পর্ক নেই।

‘সাইকেল চালানোর প্রশিক্ষণের’ ভিডিওটির মুল উৎস খুজতে গিয়ে ভাইরাল ভিডিওতে থাকা ছড়াটির কি-ওয়ার্ড সার্চ করে আমরা ‘বিশ্বজিত বোরা এডুকেশন’ নামের একটি ইউটিউব চ্যানেলের সন্ধান পাই। উক্ত চ্যানেলে ২ বছর আগে আপলোড হওয়া ‘SCERT Assam Class 1 Assamese Poem “Tiling tiling cycle solai feriwala jai” for kids’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায় কবিতাটি আসামের প্রথম শ্রেনির অংকুরণ আনন্দ পাঠ এর একটি কবিতা। পাশাপাশি ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিও সম্বলিত Ratan Lal Saha নামের একটি ফেসবুক পেইজের সন্ধান পাওয়া যায়। রতন লাল সাহা গত ১৭ই নভেম্বর তার পেইজে এই ভিডিওটি দিয়ে ক্যাপশনে লিখেন- FLN Training on Poem Poster for oral Language Development. ভিডিওটি দেখুন এখানে। 

একইভাবে হাসের ডাক নকল করে শিক্ষক প্রশিক্ষণের একটি ভিডিও নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ২০২২ সালের নানা সময় জুড়ে এই ভিডিওটি একাধিক ব্যবহারকারীকে পোস্ট করতে দেখা যায়। পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুক , ফেসবুকফেসবুক। 

ফেসবুক পোস্টগুলো থেকে জানা যায় এটি গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ বিষয়ক একটি প্রোগ্রাম এর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই অপপ্রচারকে উদ্দেশ্য করে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেয়া হয় যে, হাসের ডাক প্যাক প্যাক ও ব্যাঙের ছড়ায় নৃত্য প্রশিক্ষণ ভিডিওগুলো নতুন শিক্ষাক্রমের কোন অংশ নয়। 

এছাড়া শিক্ষামন্ত্রী ড দিপু মণিও এই বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে ভাইরাল ভিডিওগুলো মিথ্যা। দেখুন এখানে- প্রথম আলো। 

Conclusion

সুতরাং, নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে ভাইরাল অপ্রাসঙ্গিক ভিডিওগুলো প্রকৃতপক্ষে কোন শিক্ষাক্রমের পাঠ্য নয়। 

Result: False

Our sources: 
প্রথম আলোফেসবুক , ফেসবুক , ‘SCERT Assam Class 1 Assamese Poem “Tiling tiling cycle solai feriwala jai” for kids’ 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular