সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact Checkভাইরাল ছবিগুলো সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনার নয়

ভাইরাল ছবিগুলো সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনার নয়

সম্প্রতি টিকটকে  বিমান দূর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে একাধিক ছবি সহ একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে “নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর সবাই নিহত”। 

নেপাল

ভিডিওতে প্রায় ৪ লাখ ১০ হাজার ভিউ, ১৮ হাজার লাইক এবং ১১১ বার শেয়ার করা হয়েছে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

ভিডিওতে থাকা প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম CNN এর ওয়েবসাইটে ২০১৩ সালের ১৯ জুলাইয়ে “Plane crash-lands in San Francisco” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from CNN

মূলত ছবিটি ২০১৩ সালের ৬ জুলাইয়ে এশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট ২১৪ এর সান ফ্রান্সিস্কোতে ক্র্যাশ ল্যান্ডিং এর ছবি। 

দ্বিতীয় ছবিটিকেও একই পদ্ধতিতে অনুসন্ধান করে The Guardian এ ২০১৮ সালের ১১ এপ্রিলে “Military plane crash kills more than 250 in Algeria” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। মূলত ছবিটি আলজেরিয়ার সামরিক বাহিনীর সৈন্য ও তাদের পরিবারকে বহনকারী একটি সামরিক বিমান উত্তর আলজেরিয়ায় উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে, এতে ২৫৭ জন নিহত হয়। 

Screenshot taken from The Gurdian

এছাড়া পরবর্তী তিনটি ছবি ২০১৮ সালে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ছবি। যা নিয়ে সম্প্রতি নিউজচেকার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

তাছাড়া ছবিগুলো পৃথক ভাবে দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Conclusion

ভিন্ন ভিন্ন সময়ে একাধিক বিমান দূর্ঘটনার ছবিকে নেপালের পোখারায় ঘটা সাম্প্রতিক নেপালের ইয়েতি এয়ারলাইন্সের দুর্ঘটনার দাবি করে প্রচার করা হচ্ছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular