বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact Checkনেপালের পুরোনো ভূমিকম্পের ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের দাবিতে প্রচার 

নেপালের পুরোনো ভূমিকম্পের ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের দাবিতে প্রচার 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দুটি ভূমিকম্পের ভিডিও ক্লিপকে তুরষ্কের ভূমিকম্পের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে। 

নেপাল

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কীফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে The Event Recorder নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ০১ জুনে “Nepal Earthquake – Visible Lateral Ground Movement” শিরোনামে প্রকাশিত প্রথম ভিডিওটির মূল ক্লিপ খুঁজে পাওয়া যায়। 

মূলত ভিডিওটি ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে সংঘটিত হওয়া শক্তিশালী ভূমিকম্প চলাকালীন সময়ে সিসিটিভি ফুটেজের।

Read More: না, ভূমিকম্পে ধ্বংসস্তূপে প্রিয়জনকে আঁকড়ে ধরার ছবিটি তুরষ্কের নয়

এছাড়া, ভাইরাল ভিডিওতে থাকা দ্বিতীয়  ক্লিপটিকেও একই পদ্ধতিতে অনুসন্ধানের মাধ্যমে ফেসবুকে “Angels of Trinidad and Tobago” নামের একটি পেজে ২০১৮ সালের ২৩ আগস্টে প্রকাশিত পোস্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া, ইউটিউবে একটি চ্যানেলে ২০১৯ সালে একই ভিডিওটি ত্রিনিদাদের ভূমিকম্পের ফুটেজ দাবিতে আপলোড করতে দেখা যায়। তবে, ভিডিওটির সময় এবং স্থান পুরোপুরি ভাবে যাচাই না করা গেলেও এটি নিশ্চিত যে তুরস্ক এবং সিরিয়াতে সম্প্রতি ভূমিকম্পের আগে ভিডিওগুলি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। 

Conclusion

নেপাল এবং ত্রিনিদাদের ভূমিকম্পের পুরোনো ভিডিওকে তুরষ্কের ভূমিকম্পে্র ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular