শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: এনসিটিবির নতুন শিক্ষাক্রম স্থগিতের দাবিতে প্রচারিত সংবাদটি সত্য নয়

Fact check: এনসিটিবির নতুন শিক্ষাক্রম স্থগিতের দাবিতে প্রচারিত সংবাদটি সত্য নয়

Claim- এনসিটিবির নতুন কারিকিউলাম স্থগিত করা হয়েছে।
Fact- শুধুমাত্র বগুড়ায় এনসিটিবির একটি কর্মশালা স্থগিত করা হয়েছে। 

এনসিটিবির নতুন কারিকিউলাম সর্ব পর্যায়ে স্থগিত করা হয়েছে দাবিতে সম্প্রতি একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বছরের শুরুতে এনসিটিবি কর্তৃক নতুন কারিকিউলাম প্রণীত হয় যা নিয়ে নানা সময়ে নানা সমালোচনার মুখ দেখে এই নতুন কারিকিউলাম। সম্প্রতি এনসিটিবির একটি বিজ্ঞপ্তির সুত্র ধরে দাবি করা হচ্ছে নতুন শিক্ষাক্রম সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ss of the viral post
courtesy: tiktok/user
ss of the viral post
courtesy: tiktok/user
ss of the viral post
courtesy: Facebook/User
ss of the viral post
courtesy: Facebook/User

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-check/Verification

এনসিটিবি কর্তৃক নতুন কারিকিউলাম স্থগিত করার দাবিতে প্রচারিত সংবাদটির সত্যতা যাচাই করতে আমরা একাধিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে দেখা যায় এনসিটিবি কর্তৃক এমন কোন সিদ্ধান্ত নেয়া হয় নি। বরং বগুড়ায় ১১ই আগস্ট হতে অনুষ্ঠিতব্য এনসিটিবির একটি কর্মশালা স্থগিত করা হয়েছে। এই মর্মে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত গতকাল একটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে। 

ss of the press release confirming that the cancellation news was a rumor by NCTB
courtesy: NCTB website/Internet

বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা যায়, পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সরকারের সরাসরি আদেশ ছাড়া তারা কারিকিউলাম স্থগিতের আদেশ জারি করতে পারবেন না। প্রতিবেদন দেখুন এখানে- বিডিনিউজ২৪, প্রথম আলো, দ্যা ডেইলি স্টার বাংলা।  

ss of the report shows the cancellation of curriculum was a rumor
courtesy: Prothom Alo/Internet

Conclusion

অতএব, এনসিটিবির নতুন কারিকিউলাম স্থগিত দাবিতে ভাইরাল পোস্টগুলো মিথ্যা। শিক্ষাক্রম নয় তবে এ সংক্রান্ত একটি কর্মশালা বগুড়ায় স্থগিত করা হয়েছে। 

Result: False

Our Sources: 
বিজ্ঞপ্তি-এনসিটিবি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular