শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkনা, এটি কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে নামাজের দৃশ্য নয়

না, এটি কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে নামাজের দৃশ্য নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে স্টেডিয়ামের ভেতরে নামাজের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে এটি কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবল খেলা শেসে নামাজের দৃশ্য। ভাইরাল এই ভিডিওতে প্রায় ৬৬ হাজার লাইক এবং ৪ লাখ ৭০ হাজার বার দেখা হয়েছে। 

কাতার

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভাইরাল ভিডিওতে থাকা স্টেডিয়ামের একটি অংশে kazan লেখা থাকায় সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৯ সালের ১০ জুনে ইউটিউবে “The massage of islam” নামের একটি চ্যানেলে “Praying In Stadium | Namaz in Kazan Stadium Russia” শিরোনামে প্রকাশিত হবুহু একই দৃশ্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বরে ইউটিউবে প্রকাশিত একই স্টেডিয়ামে নামাজের দৃশ্য সম্বলিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ডেসক্রিপশন হতে জানা যায় এটি রাশিয়ার কাজান শহরে সে বছরের জুনের ২২ তারিখের ৪র্থ রিপাবলিকান ইফতার আয়োজনের ভিডিও।

পাশাপাশি, কাজান ভিত্তিক সংবাদমাধ্যম গুলিতে রিপাবলিকান ইফতার নিয়ে ২০১৯ সালে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় ১৫ হাজারেরও বেশি বিশ্বাসী কাজান এরিনা স্টেডিয়ামে তাদের ও ইফতার প্রার্থনার জন্য অংশ নিয়েছিলো। 

Read More: না, রিকার্ডো কাকা ব্রাজিলের নতুন কোচ নয়

তবে, ভিডিওটির কবে ধারণকৃত সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে এটি ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের নয়। 

Conclusion

রাশিয়ার কাজান শহরের স্টেডিয়ামে ইফতারের অংশগ্রহণের ভিডিওকে কাতার ২০২২ বিশ্বকাপের ম্যাচের পর নামাজের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।  

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular