সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নাবি এবং তাঁর ছেলের একটি ছবি শেয়ার করে দাবি করা হয় আসন্ন এশিয়া কাপে মোহাম্মদ নাবি ও তার ছেলে হাসান নাবি একসাথে খেলবেন। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফেসবুক পোস্টে ক্যাপশনে লেখা, “মোহম্মদ নাবির ছেলে হাসান নাবি। এবারের এশিয়া কাপে বাবা ছেলে দুজনেই আছেন আফগানিস্তান দলে। ক্রিকেট সুন্দর”
নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
অনুসন্ধান করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গত ১৬ আগস্ট “ACB Name Squad for Asia Cup 2022” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয় আসন্ন এশিয়া কাপ উপলক্ষে দেশটি ১৭ সদস্যের দল ঘোষণা করেছে যেটির নেতৃত্ব দিবেন মোহাম্মদ নাবি।
এছাড়া, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর ওয়েবসাইটে ১৬ আগস্ট “Afghanistan name 17-member squad for Asia Cup” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আইসিসির প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়।
তবে প্রতিবেদন দুইটিতে হাসান নাবি নামে কোনো ক্রিকেটারের নাম স্কোয়াডে খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে ভারতীয় গণমাধ্যম News18 তে গত ২২ জানুয়ারিতে “Mohammed Nabi Plays For Same Team As His 16-Year-Old Son: Want My Son and I Can Play for Afghanistan” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আরো জানা যায়, মোহাম্মদ নাবির ছেলের নাম হাসান খান। এই বছরের জানুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিত সিবিএফএস ২০২২ শারজাহ টি-২০ তে মোহাম্মদ নাবি তার ছেলের সঙ্গে একই দলে খেলেন।
প্রতিবেদনে নাবি বলেন, “এটা আমার আশা ছিল আমরা একসাথে খেলবো এবং হ্যা আমরা একসাথে জাতীয় দলে খেলবো। আমি আরও কয়েকবছর আফগানিস্তান ও একইসাথে লীগে খেলা চালিয়ে যাব। এসময়ের মধ্যে হাসান আরও পরিপক্ক হবে এবং আশা করছি অনুর্ধ্ব-১৯ দলেও খেলবে। যদি তার জাতীয় দলে খেলার সক্ষমতা তৈরি হয়, তাহলেই সে জাতীয় দলে খেলবে।”
Read More: পরীক্ষা দিতে গিয়ে ধর্ষন হয়নি নিখোঁজ কলেজছাত্রী, দাবিটি মিথ্যা
Conclusion
আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মাদ নাবির ছেলে হাসান খানের এখনো আন্তজার্তিক ক্রিকেটে অভিষেক হয়নি। তাছাড়া আসন্ন এশিয়া কাপের জন্য আফগান ক্রিকেট দলে হাসান নাবি নামে কোন ক্রিকেটার নেই।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।