সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে এটি মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ভিডিও। ফেসবুকে প্রচার হওয়া এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম The Telegraph এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি “Syrian helicopter shot down by rebels in Idlib” প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম Arab News এর ওয়েবসাইটে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি প্রকাশিত “Turkey-backed rebels shoot down Syrian regime helicopter amid fierce clashes in Idlib” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, বিদ্রোহীরা উত্তর সিরিয়ায় একটি সিরিয়ান সামরিক হেলিকপ্টারকে গুলি করে বিধ্বস্ত করে।
Read More: এটি একটি ভাস্কর্য, বাস্তবিক কোনো সাপের কংকাল নয়
অধিকতর যাচাই এর জন্য ভাইরাল ভিডিওর সাথে আন্তর্যাতিক গণমাধ্যম গুলোতে প্রচার হওয়া সিরিয়ান একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
Conclusion
সিরিয়ার ইদলিবে সিরিয়ার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ভিডিওকে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপতিত হওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।