সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeFact CheckFact Check: পূজা মন্ডপে মুসলিম ব্যক্তির প্রণামের ভিডিওটি বাংলাদেশের নয়

Fact Check: পূজা মন্ডপে মুসলিম ব্যক্তির প্রণামের ভিডিওটি বাংলাদেশের নয়

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুজা মন্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে এক মুসলিম ব্যক্তির প্রণামের ভিডিও প্রচার করে দাবি করা হয় ‘জামাত মাজার ভাঙতে ভাঙতে এখন পূজা করা শুরু করেছে’ । এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

মুসলিম

Fact

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Reporter Axom নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১১ অক্টোবরে ভারতের আসাম রাজ্যর অসীমিয়া ভাষায় প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির টাইটেলটিকে অনুবাদ করে জানা যায় দেবী দুর্গার পায়ে হাঁটু গেড়ে বসেন মুসলিম ধর্মগুরু এবং ব্যক্তিটির নাম মুসতাফা কামাল আজহারি। 

পরবর্তীতে, একই নামটিকে সার্চ করে ফেসবুকে Mustafa Kamal Azhari নামে তার প্রোফাইল খুঁজে পাওয়া যায় এবং ১১ অক্টোবরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায় যার ক্যাপশনে লিখা ছিলো ‘হে পৃথিবীর মা.. আশীর্বাদ করুন এবং শক্তিশালী করুন ll জয় মা দুর্গা ll’। 

 

তাছাড়া, তার ফেসবুক প্রোফাইলে গত ১০ অক্টোবরে দূর্গাপূজা মন্ডপে প্রণামরত অবস্থায় প্রকাশিত আরো ছবি খুঁজে পাওয়া যায়। 

উল্লেখ্য, আসাম ভিত্তিক সংবাদমাধ্যম Reporter NE’তেও এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

অর্থাৎ ভিডিওটি বাংলাদেশের নয় এবং ভিডিওর ব্যক্তিটিও বাংলাদেশি নয়। 

সুতরাং, ভারতে মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে এক মুসলিম ব্যক্তির প্রণামের ভিডিওকে বাংলাদেশের ভিডিও বলে প্রচার করা হয়েছে যা মিথ্যা।

Result: False

Our Sources
Reporter Axom YouTube Channel 
Mustafa Kamal Azhari Facebook Post 1 
Mustafa Kamal Azhari Facebook Post 2 
Reporter NE Facebook Post


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular