বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckViralFact check: মুসকান খানের মারা যাওয়ার খবরটি সত্য নয়

Fact check: মুসকান খানের মারা যাওয়ার খবরটি সত্য নয়

Claim- ‘হিজাব কণ্যা মুসকান খান আর নেই।
Fact- মুসকান খান মারা যান নি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু জায়গায় ‘ভারতের হিজাব কণ্যা মুসকান খান আর নেই,’ বাঘিনী কণ্যা মুসকান খানকে হত্যা করা হয়েছে, ইত্যাদি দাবিতে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুক, টিকটক,টিকটক,টিকটক,টিকটক,টিকটকটিকটক। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে- 

screenshot of the viral post that says Muskan khan of Karnataka died
courtesy: Facebook/User
screenshot of the viral post that says Muskan khan of Karnataka died
courtesy: Tik Tok/User

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Factcheck/Verification

গুগল কি-ওয়ার্ড ও রিভার ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় মুসকান খান এর মারা যাওয়ার দাবিতে ছড়ানো  পোস্টটি মিথ্যা। ছবিতে থাকা সাদা পোশাক পড়া  আহত মেয়েটি মুসকান খান নয়। রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে ছবিটি ২০১৭ সালের কাশ্মীর এর এক আন্দলোনে আহত একটি মেয়ের ছবি যা মিড-ডে নামক অনলাইন পত্রিকায় পাওয়া যায়। দেখুন এখানে- মিড-ডে। স্ক্রিনশট দেখুন এখানে-

screenshot of a report that shows the original source of the image
courtesy: Mid-Day/internet

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ১৮ই এপ্রিল কাশ্মীরের শ্রীনগরে  পুলিশ ও প্যারামিলিটারিদের সাথে পুলাওয়ামা ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের সংঘর্ষ হয় । সেখানে ছাত্র-ছাত্রীরা নিরাপত্তা রক্ষীবাহিনীর উপর পাথর ও ইট ছুড়লে পুলিশ উলটো ব্যাটন চার্জ করে। আর এই সংঘর্ষের দরুন বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়। 

এছাড়াও এক দেশিয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মুসকান খান এই মুহুর্তে তার বাবার সাথে উমরাহ করতে সৌদি আরব অবস্থান করছেন। দেখুন এখানে। 

Conclusion 

মুসকান খানের মৃত্যুর খবরটি কেবলই গুজব। 

Result:False 

Our Sources: 
যমুনা টিভি/ মিড-ডে


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular