বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact Checkএটি মতিঝিলে গণহত্যার কোনো ছবি নয়

এটি মতিঝিলে গণহত্যার কোনো ছবি নয়

সম্প্রতি সামাজিক মাধ্যম টুইটারে “মতিঝিলের গণহত্যার পরে জমা করা লাশের ছবি” দাবিতে লাশের স্তুপের একটি ছবি প্রচার করা হয়েছে। টুইট গুলো দেখুন এখানে এবং এখানে 

Tonni Mollik RT নামের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত টুইটটিতে প্রায় ৫২০ লাইক এবং ৫০ বার রিটুইট করা হয়েছে।

Fact Check/ Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম Getty Images এ “Major Earthquake Devastates Haitian Capital” শিরোনামে ২০১০ সালের ১৪ জানুয়ারিতে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Embed from Getty Images

মূলত, উত্তর আমেরিকার হাইতির রাজধানীতে ২০১০ সালের ১২ জানুয়ারিতে ৭ মাত্রার শক্তিশালী একটি বিশাল ভূমিকম্পে ভবন ধসের কারণে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে মৃত ব্যক্তিদের লাশগুলো উদ্ধারের পর তাদের মর্গের বাইরে রাখা হয়।

Read More: ১০ বছর পরেও কোরআন হাফেজের অক্ষত লাশের দাবিটি মিথ্যা

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালের ০৫ ই মে কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগসহ ঢাকা অবরোধের কর্মসূচি গ্রহণ করে রাজধানীর মতিঝিলে অবস্থান নেয়। সেসময়ে সংগঠনটির নেতা-কর্মীর সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক সহিংসতা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী অনুযায়ী, রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের ২২ কর্মীসহ ৩৯ জন নিহত হয়েছিলো।

Conclusion

২০১০ সালে হাইতির রাজধানীতে একটি বিশাল ভূমিকম্পে ভবন ধসে নিহত মানুষদের মৃতদেহের ছবিকে মতিঝিলে গণহত্যার পরে জমা করে রাখা লাশের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular