মঙ্গলবার, মার্চ 18, 2025
মঙ্গলবার, মার্চ 18, 2025

HomeFact CheckFact Check: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম নিহতের দাবিটি সত্য নয়

Fact Check: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম নিহতের দাবিটি সত্য নয়

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের লোকসংগীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। কিছু পোস্টে উল্লেখ করা হয়েছে যে তিনি দুবাইয়ে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

সড়ক

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো বিশ্লেষণ করে গণমাধ্যম ও বিশ্বাসযোগ্য সূত্র থেকে মমতাজ বেগমের মৃত্যুর সত্যতা পাওয়া যায়নি।

পাশাপাশি, মমতাজ বেগমের পরিবার বা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক এবং এক্স অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এমন কোনো বার্তা প্রকাশিত হয়নি, যা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাবেক এমপি, মন্ত্রীসহ নেতাকর্মীরা দেশ-বিদেশে আত্মগোপনে রয়েছেন। কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হন। পরে ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য মমতাজ বেগমের মৃত্যুর দাবিতে ভুয়া পোস্টগুলি ফেসবুকেও বেশ ভাইরাল ছিলো তবে বর্তমানে এগুলি অপসারিত হয়েছে। আর্কাইভ দেখুন এখানে

সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর থেকে রাজনীতিতে কম সক্রিয় থাকলেও সরকার পতনের পর তিনিও আত্মগোপনে রয়েছেন।

সুতরাং, দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources
NewsChecker Analysis
Momtaz Begum Official Facebook Page


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular