বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact Checkআফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের মায়ের মৃত্যুর খবরটি পুরোনো

আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের মায়ের মৃত্যুর খবরটি পুরোনো

সম্প্রতি টিকটকে “আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ টি-২০ খেলতে দুবাই আসছেন, একটি ম্যাচ খেলার পর শুনতে পারে তার গর্ভধারণী মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে” দাবিতে ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলো এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৯০ হাজার বার দেখা হয়েছে পাশাপাশি ১ লাখ ৩ হাজার ‘লাইক’ করা হয়েছে।

মোহাম্মদ শেহজাদ
আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।

Fact Check / Verification

আমরা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের ২০২০ সালের ২৪ ডিসেম্বরে মোহাম্মদ শেহজাদের মায়ের মৃত্যুর খবর নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাই। প্রতিবেদনটিতে আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২০ সালের ২৪ ডিসেম্বরে শোক প্রকাশ করা একটি পোস্ট পাওয়া যায়।

পরবর্তীতে আমরা ফেসবুকে পাশতো এবং ইংরেজি ভাষায় কি-ওয়ার্ড সার্চ করে আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নবী, সামিউল্লাহ শিনওয়ারি এবং মিরওয়াইস আশরাফের অফিশিয়াল ফেসবুক পেজে মোহাম্মদ শেহজাদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা পোস্ট খুঁজে পাই।

এছাড়াও মোহাম্মদ শেহজাদের মায়ের মৃত্যুর খবরটি আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের টুইটার একাউন্টে ২০২০ সালের ২৩ ডিসেম্বরে প্রকাশিত একটি টুইট পাওয়া যায়।

Conclusion

আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদের মা ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ চলাকালিন সময়ে নয় বরং ২০২০ সালের ডিসেম্বর মাসে মারা যান।

Result – False

Read More: এটি পলিমারের তৈরি গরিলার পুতুল, মানব শিশু নয়

Our Sources

ABP live: https://news.abplive.com/sports/cricket/mohammad-shahzads-mother-passes-away-rashid-khan-expresses-grief-1420074

Rashid Khan: https://www.facebook.com/permalink.php?story_fbid=2856253927981607&id=1480520732221607

Mohammad Nabi: https://www.facebook.com/permalink.php?story_fbid=3379394262182354&id=289329624522182

Samiullah Shinwari: https://www.facebook.com/story.php?story_fbid=1616812405158491&id=114042312102182

Mirwais Ashraf: https://www.facebook.com/story.php?story_fbid=3109213312512508&id=198724970228038


Ariana news tweet: https://twitter.com/ArianaNews_/status/1341727736109420551

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular