শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact CheckFact Check: গরুর মাংস সম্পর্কিত মমতা ব্যানার্জীর নামে ভাইরাল উক্তিটি ভুয়া 

Fact Check: গরুর মাংস সম্পর্কিত মমতা ব্যানার্জীর নামে ভাইরাল উক্তিটি ভুয়া 

Claim
আমি হিন্দু, গরুর মাংস খেয়েছি, আরো খাবো, হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে গরুর গোস্ত খাওয়া যাবে না। গরুর প্রতি যদি আপনাদের এতো মোহাব্বত থাকে তাহলে গরুর চামড়া দিয়ে জুতা তৈরি করেন কেন?! দয়া করে ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করবেন না। – মমতা ব্যানার্জী
Fact
মমতা ব্যানার্জিত এমন কোনো উক্তি খুঁজে পাওয়া যায়নি। মূলত ২০১৫ সালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজুর দেয়া একটি উক্তির অংশ। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জী গরুর মাংস নিয়ে একটি উক্তি প্রচার করা হয়েছে। উক্তিটি নিম্নরূপ, “আমি হিন্দু, গরুর মাংস খেয়েছি, আরো খাবো, হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে গরুর গোস্ত খাওয়া যাবে না। গরুর প্রতি যদি আপনাদের এতো মোহাব্বত থাকে তাহলে গরুর চামড়া দিয়ে জুতা তৈরি করেন কেন?! দয়া করে ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করবেন না। – মমতা ব্যানার্জীর” । এই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

গরুর
Screenshot taken from @belalkhan960 profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

উপরোক্ত উক্তিটি মমতা ব্যানার্জীর কিনা তা যাচাই করতে আমরা প্রথমে কি-ওয়ার্ড সার্চ শুরু করি এবং ২০১৯ সালের আগস্টে ফেসবুকে হুবুহু উক্তির প্রচারিত দুটি পোস্ট আমরা খুঁজে পাই, দেখুন এখানে এবং এখানে। 

Image edited by Newschecker

এই দুটি ফেসবুকে পোস্ট ছাড়া এমন উক্তি মমতা ব্যনার্জী করেছেন ভারতীয় কিংবা দেশীয় মূলধারার কোনো গণমাধ্যমে তা খুঁজে পাওয়া যায়নি। মমতা ব্যানার্জীর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো উক্তিও খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তে ২০১৭ সালে “Mamata: BJP spreading canards that I eat beef, spending crores on social media to tarnish my image” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। সেখানে, মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন যে বিজেপি তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি গরুর মাংস খান বলে একটি সোশ্যাল মিডিয়া প্রচারণা চালিয়েছে।

পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানের মাধ্যমে ২০১৫ সালে প্রকাশিত কিছু সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান এবং ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু এমন একটি উক্তি দিয়েছিলেন। তার ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, “আমি হিন্দু, আমি গরুর মাংস খেয়েছি এবং আবার খাব। গরুর মাংস খাওয়ায় দোষের কিছু নেই। পৃথিবীর ৯০% মানুষ গরুর মাংস খায়। তারা কি সবাই পাপী? এবং আমি এটা বিশ্বাস করি না, গরু পবিত্র অথবা আমাদের মা। কীভাবে একটি পশু মানুষের মা হতে পারে? এ জন্যই আমি বলি, ৯০ শতাংশ ভারতীয়ই মূর্খ, মি. মুখতার আব্বাস নাকভিসহ

Screenshot taken from NTV News Website

এটি নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Conclusion

মূলত, কাটজুর দেয়া এই মন্তব্যর একটি অংশকে মমতা ব্যানার্জির নাম জুড়ে দিয়ে বিগত কয়েক বছর ধরে মমতা ব্যানার্জী এমন উক্তি দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে। 

Result: False

Our Sources
Mamata Banerjee Official Twitter Profile
India Today Report
NTV Report
Ei Samay Report
ABP Live Report Archive


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular