Claim
কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার ‘I’M NOT VIRGIN’ লেখা সম্বলিত টি-শার্ট পরিহিত
Fact
দাবিটি মিথ্যা। মূলত ছবিটি এডিটের মাধ্যমে ‘I’M NOT VIRGIN’ লেখাটি যুক্ত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের একটি টিশার্ট পরিহিত ছবিতে ‘I’M NOT VIRGIN’ লেখাটি যুক্ত ছবি প্রচার করা হয়েছে। ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখা হয়েছে “শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে মধুমিতা সরকারের এডিটেড ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করি এবং মধুমিতা সরকারের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২২ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে মধুমিতা সরকারের বেশ কয়েকটি ছবি পাওয়া যায় এবং সেখানে আলোচিত ছবির সদৃশ একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে টিশার্টটিতে কোনো লেখা ছিলো না।
Conclusion
কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের ‘I’M NOT VIRGIN’ লেখা সম্বলিত কালো টি-শার্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা মূলত ইডিটের মাধ্যমে ‘I’M NOT VIRGIN’ লেখাটি যুক্ত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
Result: False
Our Sources
Madhumita Sarker Official Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।