বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact check: ইলিয়াস আলী কি আয়নাঘর থেকে ফিরে এসেছেন? না, সামাজিক মাধ্যমে...

Fact check: ইলিয়াস আলী কি আয়নাঘর থেকে ফিরে এসেছেন? না, সামাজিক মাধ্যমে ছড়ালো ভুয়া দাবি

Claim-ইলিইয়াস আলী বিএনপির সাবেক নেতা আয়নাঘর থেকে মুক্ত হয়ে ফিরে এসেছেন
Fact-আয়নাঘর থেকে তিনজন বন্দী ফেরত আসলেও ইলিয়াস আলী এখনো নিখোজ রয়েছেন

ইলিয়াস আলী আয়নাঘর থেকে মুক্ত হয়ে ফেরত এসেছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী আয়নাঘর থেকে মুক্ত হয়ে ফেরত এসেছেন। পোস্টগুলো দেখুন এখানে, এখানে এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-check/Verification

এম ইলিয়াস আলি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এর আয়নাঘর থেকে মুক্ত হওয়ার দাবিটির সত্যতা যাচাই করতে আমরা একাধিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। তবে এম ইলিয়াস আলীর ফেরত আসার ঘটনার কোন  তথ্য প্রমাণ পাওয়া যায় নি। 

তার স্ত্রী সম্প্রতি তাকে ফেরত চেয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। এবং গতকাল এখনো তার স্বামী ইলিয়াস আলীকে ফেরত পাননি বলে একটি পোস্ট করেন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেন তার স্ত্রী  Tahsina Rushdir Luna। 

সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর ডিজিএফআই এর বন্দীশালা আয়না ঘরের অবস্থান খুজে পাওয়া যায়। আয়নাঘর এর সন্ধান মেলার পর সেখান থেকে পুর্বে গুম হওয়া তিনজন ব্যক্তির সন্ধান পাওয়া যায়। ফেরত আসা তিনজন ব্যক্তি হলেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে ও মীর আহমাদ বিন কাসেম,ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে এবং ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। প্রতিবেদন দেখুন এখানে- আজকের পত্রিকা, দেশ রুপান্তরনিউজ২৪বিডিপ্রথম আলো।  

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ২০১৬ সালের ২৩ আগস্ট ও আহমাদ বিন কাসেমকে ৯ই আগস্ট গুম করা হয়।  

উপরিউক্ত দুইজনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে জামায়াত ইসলাম তাদের নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করে। 

এদিকে মাইকেল চাকমা ২০১৯ সালে ৯ই এপ্রিল থেকে নিখোজ ছিলেন।

আয়নাঘর হলো প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর কথিত বন্দিশালা। এখানে বিভিন্ন পর্যায়ে গুমকৃত ব্যক্তিদের রাখা হত। এটি পরিচালিত হতো ডিজিএফআই এর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা। সুইডেন ভিত্তিক নেত্র নিউজ সর্বপ্রথম আয়নাঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। netra news

তবে এখন পর্যন্ত বিএনপির সাবেক নেতা এম ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া যায় নি। ২০১২ সালে ১৭ই এপ্রিল মধ্যরাতে বনানী থেকে নিখোজ হন তৎকালীন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। তাকে এখনো পাওয়া যায় নি। 

Conclusion

অতএব, আয়নাঘর থেকে তিনজন বন্দী মুক্তি পেলেও এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোন সন্ধান পাওয়া যায় নি। সুতরাং, ইলিয়াস আলীর ফিরে আসার বিষয়টি নিতান্তই গুজব

Result: False

Our Sources: 
আজকের পত্রিকা, দেশ রুপান্তরনিউজ২৪বিডিপ্রথম আলো।  
Tahsina Rushdir Luna


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular