Claim
ক্রিকেটার লিটন দাস মারা গেছেন
Fact
দাবিটি মিথ্যা, ভিত্তিহীন ভাবে লিটন দাসের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস মারা গিয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে এধরণের কোনো সংবাদ দেশীয় মূলধারায় পাওয়া যায়নি। তাছাড়া লিটন দাসের অফিশিয়াল ফেসবুক পেজ সহ তার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এধরনের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, বাংলাদেশ-আয়ারল্যান্ড চলমান ক্রিকেট সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলছেন লিটন দাস।
Conclusion
ভিত্তিহীন এবং মনগড়া তথ্যর উপর ক্রিকেটার লিটন দাস মারা গিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে যা মিথ্যা
Result: False
Our Sources
Newschecker own analysis
Liton Das facebook page
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।