শুক্রবার, জানুয়ারি 24, 2025
শুক্রবার, জানুয়ারি 24, 2025

HomeFact CheckFact Check: না, ছবির এই লোক লিওনেল মেসিকে মেরে ফেলার হুমকি দেয়নি

Fact Check: না, ছবির এই লোক লিওনেল মেসিকে মেরে ফেলার হুমকি দেয়নি

Claim
এই সেই লোক যিনি লিওনেল মেসিকে মেরে ফেলার হুমকি দিয়েছে

Fact
২০২১ সালে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় একজন ব্যক্তিকে গ্রেপ্তার হওয়ার ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির ছবির সঙ্গে পুলিশের হাতে আটক এক লোকের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে “ইনি সেই লোক যিনি লিওনেল মেসিকে মেরে ফেলার হুমকি দিয়েছে”। ভাইরাল এমন কিছু ভিডিওটি দেখুন এখানে, এখানে এবং এখানে। 

মেসি
Screenshot taken from TikTok

উল্লেখ্য, সম্প্রতি একাধিক আন্তজার্তিক সংবাদমাধ্যম মেসিকে হুমকি দিয়ে তার জন্মস্থান রোজারিওতে অবস্থিত তার শ্বশুরবাড়ির মালিকানাধীন এক সুপার শপে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালানো সম্পর্কে একাধিক খবর উঠে এসেছে। দেখুন এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে – ২০২১ সালের ১৯ জুলাইয়ে ‘A powder keg about to explode’: Long marginalized Afro Cubans at forefront of island’s unrest‘ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ভাইরাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশন হতে জানা যায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

Screenshot taken from Washingtonpost

এছাড়া, ছবিটি স্টক ফটো ওয়েবসাইট Getty Images এও মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Conclusion

২০২১ সালের কিউবায় হওয়া একটি আন্দোলনের গ্রেফতার হওয়া একটি ব্যক্তির ছবিকে লিওনেল মেসিকে হুমকি দেয়া সেই ব্যক্তি দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular