বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: লিওনেল মেসির ঈদ মোবারক জানানোর দাবিটি মিথ্যা 

Fact Check: লিওনেল মেসির ঈদ মোবারক জানানোর দাবিটি মিথ্যা 

Claim
লিওনেল মেসি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
Fact
দাবিটি মিথ্যা। মূলত ছবিটি ফুটবল স্বারক বিক্রয় প্ল্যাটফর্ম আইকনের বার্সেলোনার অফিশিয়াল স্বারক কালেকশন প্রমোশনের সময়ের। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে এবং এখানে। 

মেসি

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে লিওনেল মেসির অফিশিয়াল ফেসবুক পেজে ২০২১ সালের ১১ মে তে প্রকাশিত একটি পোস্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Leo Messi Facebook Post

মূলত ছবিটি ছিলো জনপ্রিয় ফুটবল স্বারক বিক্রয়ের প্ল্যাটফর্ম আইকনের ফুটবল ক্লাব বার্সেলোনার অফিশিয়াল স্বারক কালেকশনের একটি প্রমোশনাল পোস্ট।

এছাড়া মূল ছবিটি আইকনের অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও খুঁজে পাওয়া যায়। 

Instagram will load in the frontend.

Conclusion

জনপ্রিয় ফুটবল স্বারক বিক্রয় প্ল্যাটফর্ম আইকনের ফুটবল ক্লাব বার্সেলোনার অফিশিয়াল স্বারক কালেকশন লিওনেল মেসি দ্বারা প্রমোশনের সময়ের একটি ছবিকে এডিট করে মেসি ঈদ মোবারক জানিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources
Leo Messi’s Official Facebook Post
Icons Official Instagram Post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular