Claim– ‘খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন’
Fact– টাইমস অব ইন্ডিয়ার খবরটি ২০১২ সালে প্রকাশিত হয়েছিলো, সাম্প্রতিক নয়।
‘খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী- টাইমস অব ইন্ডিয়া’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, ফেসবুক ও ফেসবুক। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
Factcheck/ Verification
গুগল কি ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে টাইমস অব ইন্ডিয়া পত্রিকার ওয়েবসাইটে ২০১২ সালের ২৯শে আগস্ট বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত একটি মতামত কলাম পাওয়া যায়। খবরের শিরোনামে বলা হয় ‘India’s worries could mount with Khaleda Zia’s expected return to power in Bangladesh’ যার কাছাকাছি অর্থ দাঁড়ায় এই যে, আগামী নির্বাচনে খালেদা জিয়া ক্ষমতায় আসলে তা ভারতের উদ্বেগের কারণ হবে।’ আর্টিকেলটি দেখুন এখানে- Times of India.
সংবাদটিতে ২০১৪ সালের আসন্ন নির্বাচন ও ক্ষমতার পালাবদল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লেখিকা ভার্তি জৈন। কলামটিতে বলা হয় ২০১৪ সালের শুরুর দিকে রাজধানী ঢাকা ক্ষমতার পালা বদল দেখতে পারে। এতে লেখা হয়েছে ভারত-বিরোধী শক্তি ক্ষমতায় আসলে তারা পুনরায় স্বাধীনভাবে জঙ্গীবাদ চর্চা ও আনুষাঙ্গিক কর্মকান্ড চালিয়ে যেতে পারবে।
আর্টিকেলটির দ্বিতীয় অনুচ্ছেদে লেখিকা উল্লেখ করেন, “প্রতিবার সরকারের মেয়াদ শেষে ক্ষমতার পালাবদল হওয়াটা বাংলাদেশে এক প্রকার রাজনৈতিক রীতিই বলা চলে। তাই ধারণা করা যায় পরবর্তী মেয়াদে বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন, যিনি ভারতের প্রতি বন্ধুসুলভ নন।”
ভাইরাল হওয়া পোস্টের টেক্সট পর্যালোচনা করলে মুল লেখার এই অংশের সাথে অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। যদিও ভাইরাল হওয়া কোন পোস্টগুলোতে নির্দিষ্ট কোন সংবাদের লিংক দেয়া হয়নি। এছাড়াও ইদানিংকালে টাইমস অব ইন্ডিয়ার কোন বিভাগে বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কোন কলাম প্রকাশ করেনি।
Conclusion:
বেগম খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এমন কোন সংবাদ ছাপা হয় নি টাইমস অব ইন্ডিয়া পত্রিকায়।
Result: False
Our Sources:
Times of India
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।