বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckFact Check: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খালেদা জিয়া কি চারটি মামলা করেছেন? 

Fact Check: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খালেদা জিয়া কি চারটি মামলা করেছেন? 

Claim- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার মামলা করেছেন খালেদা জিয়া
Fact- প্রকৃতপক্ষে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে চারটি মামলা করা হয়েছিলো যা পরবর্তীতে হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট-এ দাবী করা হয়েছে যে বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা করেছেন।

টিকটকের ঐ পোস্টটিতে সময় নিউজ এর ফেসবুক পোর্টাল এর অনুরূপে দাবী করা হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেন বেগম খালেদা জিয়া আমার নামে চারটি মামলা করেছে হাইকোর্টে। খবরে আরো বলা হয় প্রধানমন্ত্রী বলেন, করুক আরো মামলা। আমি ভয় পাই না। কি কারণে আমার নামে মামলা দায় করলো আমিও জানি না। এছাড়াও টিকটক পোস্টটির ক্যাপশনে লেখা হয়, “সরকার প্রধানের নামে মামলা দায় করলো খালেদা।”

পোস্টটি দেখুন এখানে- টিকটকে। 

নিচে পোস্টটির স্ক্রিনশটটি দেখুন-

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার মামলা করেন খালেদা ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃটিকটক/ ফাহিম হোসেন

নিউজচেকার-বাংলাদেশ উক্ত পোস্টটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবীটি মিথ্যা। 

Fact check/ verification:

টিকটকে করা পোস্টটিতে দাবী করা হয় প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে একটি সংবাদ মাধ্যমকে বলেন, বেগম খালেদা জিয়া আমার নামে চারটা মামলা করেছে হাইকোর্টে।” এছাড়াও পস্টের ক্যাপশনে লিখা হয় সরকার প্রধানের নামে মামলা দায়ের করলো খালেদা জিয়া।
গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে নিউজচেকার বাংলাদেশ পোস্টটির সত্যতা যাচাই করে দেখছে যে, উক্ত দাবীটি মিথ্যা। সময় নিউজ এর কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন বক্তব্যের হদিস পাওয়া যায় নি। 

বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন এর দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপক্ষ থেকে  তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তার শারীরিক অসুস্থতা বিবেচনায় তিনি বাইরে আছেন। 

উক্ত পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে বেগম জিয়ার চারটি মামলার দাবী মিথ্যা হলেও এই চারটি মামলা বাস্তবে কিছুটা সম্পৃক্ততা আছে। 

মূলত বিরোধী দলীয় নেতৃ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অতীতে চারটি মামলা করা হয়েছিলো যা পরবর্তীতে হাইকোর্টের আদেশে স্থগিত রাখা হয়। 

দ্যা ডেইলি স্টার এর প্রতিবেদন অনুযায়ী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের সরকার বিরোধী আন্দলোনের জের ধরে অগ্নি সংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানী ঢাকার দারুস সালাম থানায় তিনটি ও যাত্রাবাড়ি থানায় একটি মোট চারটি মামলা করা হয়েছিলো। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এই মামলাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে চারটি আবেদন করলে তা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। 

স্ক্রিনশট দেখুন এখানে-

খালেদা জিয়ার বিরুদ্ধে চার মামলার স্থগিতাদেশ এর প্রতিবেদন
কার্টেসিঃ দ্যা ডেইলি স্টার

খালেদা জিয়ার চার মামলার স্থিগিতাদেশ
কার্টেসিঃ প্রথম আলো

এছাড়াও প্রতিবেদনে বলা হয় মামলাগুলো স্থগিতের পাশাপাশি কেন বাতিল করা হবে না সেই ব্যখ্যাও জানতে চেয়েছিলো হাইকোর্ট। 

এই সংশ্লিষ্ট প্রতিবেদন দেখুন এখানে- দ্যা ডেইলি স্টার, প্রথম আলো ও  যুগান্তর। 

এছাড়াও সময় নিউজের ফেসবুক পোর্টাল ও অন্যান্য প্ল্যাটফর্মে এমন কোন সংবাদ পাওয়া যায় নি। 

সময় নিউজ এর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও অনলাইন লিংক এখানে- ফেসবুক, ইউটিউবঅনলাইন সংস্করণ। 

Conclusion:

সুতরাং, টিকটকের পোস্টটিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খালেদা জিয়ার চার মামলা করার দাবীটি মিথ্যা। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular