বুধবার, ডিসেম্বর 25, 2024
বুধবার, ডিসেম্বর 25, 2024

HomeFact Checkএটি কর্ণফুলী টানেলের ছবি নয়

এটি কর্ণফুলী টানেলের ছবি নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি টানেলের ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় এটি চট্রগ্রামে নির্মানাধীন কর্ণফুলী টানেলের ছবি। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

কর্ণফুলী

নিউজচেকার যাচাই করে দেখেছে এটি কর্ণফুলী টানেলের ছবি নয়।

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে UrbanUpdate নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ১৮ অক্টোবরে “Thane-Borivli twin tunnel project gains ground” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot UrbanUpdate website

পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম Z news – এর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৮ মে “A ‘tunnel entrance’ in our front yard?” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি হতে জানা যায়, দক্ষিণ কোরিয়ার সরকার দেশটির গ্যাংওন-ডোর সাবুক-মিওন, চুনচেওন-সির মধ্যবর্তী অংশে 1.2 কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকার ২০১৬ সালে এই টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। 

screnshot Z news

তবে, প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটির উৎস হিসেবে Getty Images Bank কে উদ্ধৃত করা হয়েছে।

Read More: বঙ্গবন্ধু টানেলের নামে ইডিটেড ছবি প্রচার

তাছাড়া দেশীয় গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৫ জুন “কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের কাজ ৬৯ ভাগ সম্পন্ন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রতিবেদনে প্রকাশিত  চিত্রের সাথে ভাইরাল হওয়া এই  ছবিটির কোনো মিল নেই। 

Conclusion

ইন্টারনেট থেকে ভিন্ন একটি টানেলের ছবি সংগ্রহ করে সেটিকে কর্ণফুলী টানেলের ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular