সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার রিকার্ডো কাকার একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে তিনি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কাকার অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ মে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন অনুবাদে লিখেছেন, আরেকটি কোর্স সম্পন্ন হলো। প্রশিক্ষক প্রশিক্ষিত। এখন শুধু দলে যেতে হবে।
পরবর্তীতে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘Globo’ এর ওয়েবসাইটে গত ১৭ মে “Kaká completes coaching course at CBF: “All that’s missing is the team” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায়, কাকা ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) এর প্রতিষ্ঠান সিবিএফ একাডেমির কোর্স সম্পন্ন করে A ক্যাটাগরি লাইসেন্স পেয়েছেন, যেটি ব্রাজিলের পেশাদার দলকে কোচিং করতে ইচ্ছুক যে কারো জন্য কনফেডারেশনের প্রয়োজনীয় একটি ডিগ্রি হিসেবে বিবেচিত। আরো জানা যায়, লাইসেন্স A হল ব্রাজিলের কোচদের জন্য চূড়ান্ত কোচিং বিষয়ক গ্র্যাজুয়েশন। এর আগে, C যা স্কুল কোচদের জন্য এবং B যুব দলে কাজ করার জন্য ক্যাটাগরির দুইটি লাইসেন্স রয়েছে।
Read More: না, রোনালদো কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না
তাছাড়া, আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে কাকা’র ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি পাশাপাশি কাকা’র অফিশিয়াল টুইটার, ইন্সটাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারার পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে।
Conclusion
মে মাসে প্রকাশিত কোচিং সার্টিফিকেট হাতে দাঁড়ানো কাকার একটি ছবি ব্যবহার করে কাকা ব্রাজিলের নতুন কোচ হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।