রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkএটি অস্ট্রেলিয়ান মহাকাশ বিজ্ঞানীর স্পেস থেকে লাফ দেয়ার ভিডিও নয় 

এটি অস্ট্রেলিয়ান মহাকাশ বিজ্ঞানীর স্পেস থেকে লাফ দেয়ার ভিডিও নয় 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয় অস্ট্রেলিয়ান মহাকাশ বিজ্ঞানী পৃথিবী থেকে ১ লক্ষ ২৮ হাজার ফুট উঁচু থেকে লাফ দিয়ে চার মিনিট পাঁচ সেকেন্ডে পৃথিবীতে পৌঁছান। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

মহাকাশ

নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে রেডবুলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১২ সালে প্রচারিত Red Bull Stratos – World Record Freefall শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, স্ট্রাটোস্ফিয়ার (বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর, এই স্তর ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি. উচ্চতায় শুরু হয়ে ৫০ কি.মি. পর্যন্ত বিস্তৃত) থেকে পৃথিবীর উদ্দেশ্যে লাফ দিয়েছিলেন তার নাম হচ্ছে ফেলিক্স বামগার্টনার। তিনি ঘন্টায় আনুমানিক ১৫৭.৬ কিলোমিটার বা ৮৪৩.৬ মাইল গতিতে পৃথিবীতে পৌঁছেছেন।

পরবর্তীতে Guinness World Records এর ওয়েবসাইটে Felix Baumgartner: First person to break sound barrier in free শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় ফেলিক্স বামগার্টনার হচ্ছেন অস্ট্রিয়ান স্কাইডাইভার।

Read More: এশিয়া কাপে আফগানিস্তানের দলে নাবি এবং তার ছেলের একসঙ্গে খেলার দাবিটি মিথ্যা

Conclusion

অস্ট্রিয়ান স্কাইডাইভার ফেলিক্স বামগার্টনারের ফ্রি ফল জাম্পের ভিডিওকে অস্ট্রেলিয়ান মহাকাশ বিজ্ঞানীর লাফ দেওয়ার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular