বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ভাইরাল জয় বাংলা কনসার্টের স্টেজের ছবিটি বিকৃত 

Fact Check: ভাইরাল জয় বাংলা কনসার্টের স্টেজের ছবিটি বিকৃত 

Claim
জয় বাংলা কনসার্টে বয় জংলা লিখা 

Fact
ছবিটি বিকৃত করা, বয় জংলা নয় বরং জয় বাংলাই লিখা রয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয় বাংলা কনসার্টের একটি ছবি প্রচার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে জয় এর পরিবর্তে বয় লিখা এবং ফেসবুকে ‘বেশি তেল মারতে গেলে যা হয়। জয় হয়ে যায় বয় জংলা’ হবুহু ক্যাপশনে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

বাংলা

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে জয় বাংলা কনসার্টের আয়োজক ইয়ং বাংলা এর অফিশিয়াল ওয়েবসাইটে “Joy Bangla Concert 2023: A Spectacular Resurgence” শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে “জয় বাংলা” লেখা সহ স্টেজের একটি ছবি পাওয়া যায়। 

Screenshot taken from Young Bangla YouTube

তাছাড়া, Young Bangla এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল সহ BIJOY TV এর ইউটিউব চ্যানেলে প্রচারিত গত ০৮ মার্চ তারিখে জয় বাংলা কনসার্টের লাইভ অনুষ্ঠান এর ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় বয় জংলা নয় বরং জয় বাংলাই লেখা রয়েছে। 

Conclusion

জয় বাংলা কনসার্টের স্টেজের ছবিকে বিকৃত করে “জয় বাংলা” শব্দের পরিবর্তে “বয় জংলা” বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Result: Altered Photo


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular