Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
Claim-পাবলিক টয়লেটের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি।
Fact-টয়লেটের দেয়ালে বঙ্গবন্ধুর ছবিটি বিকৃত ও সম্পাদিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সংবলিত একটি পাবলিক টয়লেটের ছবি ভাইরাল হয়। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদেশ দাবিটির বৈধতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা।
গুগল রিভার্স ইমেজ সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে দেখা যায় একই ঠিকানা ও পাবলিক টয়লেট নিয়ে ইন্টারনেট এ ‘ঝিনাইদহে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ পাবলিক টয়লেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছ ২০১৮ সালে। প্রতিবেদনে ব্যবহৃত ছবিও ভাইরাল হওয়া ছবি দুটোর মধ্যে পুরোপুরি সাদৃশ্য খুজে পাওয়া যায়। প্রতিবেদনটি দেখুন এখানে- Sobujdeshnws.com.
নিচে প্রতিবেদনটির একটি স্ক্রিনশট দেখুন-
প্রতিবেদনে থাকা ছবি ও ভাইরাল হওয়া ছবির মাঝে স্থানের নাম ও অবকাঠামোর হুবহু মিল থাকলেও প্রতিবেদনে থাকা ছবিতে বঙ্গবন্ধুর কোন ছবি পাওয়া যায় নি।
ছবি দুটোকে পাশাপাশি রেখে তুলনা করে দেখা যায় পাবলিক টয়লেটটির দেয়ালের যেই পাশে কোন লেখনি ছিলো না সেই পাশে বঙ্গবন্ধুর ছবিটি বসানো হয়। প্রতিবেদনে থাকা ছবিটির ফাকা দেয়ালের অংশে বেয়ে একটি লতার অংশ দেখা যায় যা ২০১৮ সালে তোলা হয়েছিলো। আর সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতেও একই লতার অস্তিত্ব একই রকম দেখা যায় যা ঠিক ছবিটির পাশ কেটে গিয়েছে। অর্থাৎ, প্রতিবেদনের এই ছবিকে ব্যবহার করেই সম্পাদিত পোস্টটি ভাইরাল করা হয়।
এছাড়াও ইন্টারনেট ও পত্র-পত্রিকার কোথাও বঙ্গবন্ধুর নামে কোন পাবলিক টয়লেটের অস্তিত্ব পাওয়া যায় নি।
সুতরাং, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার পাবলিক টয়লেটে বঙ্গবন্ধুর ছবিটি বিকৃত।
Our Sources:
Sobujdeshnws.com
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।