Claim
হাফেজ সালেহ আহমেদ তাকরিকে নিয়ে প্রশংসা করেছেন জিত
Fact
দাবিটি মিথ্যা। জিত হাফেজ তাকরিম কে নিয়ে প্রশংসা করেছেন এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় সম্প্রতি দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করা বাংলাদেশি হাফেজ তাকরিম কে প্রশংসা করেন ভারতীয় অভিনেতা জিত। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে অভিনেতা জিতের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হলে হাফেজ তাকরিম কে নিয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া এ বিষয় সম্পর্কে কোনো খবর দেশীয় কিংবা ভারতীয় সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
Conclusion
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করা বাংলাদেশি হাফেজ তাকরিম কে প্রশংসা করেছেন ভারতীয় অভিনেতা জিত দাবিতে প্রচারিত পোস্ট সম্পুর্ণ ভিত্তিহীন।
Result: False
Our Sources
Jeet Facebook Account
Jeet Twitter Account
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।