শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: ভাইরাল ছবিটি জাপানের বিদ্যুৎ মন্ত্রীর মাফ চাওয়ার নয়

Fact check: ভাইরাল ছবিটি জাপানের বিদ্যুৎ মন্ত্রীর মাফ চাওয়ার নয়

Claim- ‘একটি গ্রামে বিদ্যুৎ না থাকায় জাপানের বিদ্যুৎ মন্ত্রী গ্রামের মানুষদের কাছে মাফ চাচ্ছেন’
Fact- ছবিটি জাপানের বিদ্যুৎ মন্ত্রীর নয়। বরং মোটর কোম্পানি হোন্ডার চিফ এক্সিউকিউটিভ এর।

ভাইরাল একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে ‘জপানের একটি ছোট্ট গ্রামে ২০ মিনিট বিদ্যুৎ ছিলো না। তাই জাপানের বিদ্যুৎ মন্ত্রী ২০ মিনিট মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছেন।’ পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুকটিকটক। এছাড়াও একটি ওয়েবসাইটেও এর সন্ধান পাওয়া যায়। দেখুন এখানে। 

পোস্টটির একটি স্ক্রিনশট দেখুন এখানে-

নিউজচেকার-বাংলাদেশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

উক্ত পোস্টে ব্যবহৃত ছবি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ঐ ছবিটি জাপানের কোন বিদ্যুৎ মন্ত্রীর নয়। বরং এটি জাপানি অটোমোবাইল কোম্পানি হোন্ডার সাবেজ প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাহিরো হাশিগো এর একটি সংবাদ সম্মেলন এর ছবি। ২০১৫ সালে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম প্রেস কনফারেন্স ছিলো।

ছবিটির উৎস খুজগে গিয়ে আমরা alamy নামের একটি ওয়েবসাইটে এর সন্ধান পাই। দেখুন এখানে- এ্যালামি। 

original image of the Takahiro Hachigo
courtesy: Alamy website

এছাড়াও জাপানি সংবাদ সংস্থা নিপ্পন নিউজের ওয়েবসাইটেও এই ইমেজটি খুজে পাওয়া যায়।  দেখুন এখানে- নিপ্পন নিউজ। 

screenshot of the authentic image of Honda CEO
courtesy: Nipponnews

ছবিটির ক্যাপশনে বলা হচ্ছে, ‘July 6, 2015, Tokyo, Japan – Takahiro Hachigo, new president and chief executive officer of Honda Motor Co., holds the first news conference after taking the helm of Japans leading automaker at its Tokyo head office on Monday, July 6, 2015. Hachigo, who joined Honda in 1982, was in charge of developing the first-generation of U.S.-built Odyssey minivan, which was launched in 1999 primarily for the U.S. market. (Photo by Natsuki Sakai/AFLO) AYF -mis’

উল্লেখ্য ছবিটিকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল দাবিটি ছড়ানো হচ্ছে। দেখুন এখানে।  

Conclusion 

সুতরাং, ছবিতে থাকা ব্যক্তি জাপানের কোন মন্ত্রী নয় বরং হোন্ডা কোম্পানির ততকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার। 

Result: False

Our Sources:
এ্যালামি
নিপ্পন নিউজ


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular