শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact check: জাপা সহ বেশ কয়েকটি দলের নির্বাচন থেকে সরে দাড়ানোর গুজবে...

Fact check: জাপা সহ বেশ কয়েকটি দলের নির্বাচন থেকে সরে দাড়ানোর গুজবে টিকটকে ভিডিও প্রচার  

Claim-জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাড়িয়েছে
Fact-জাপা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ২৮৩ আসন থেকে নির্বাচনে লড়াই করবে

‘জাতীয় পার্টি নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছে’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচারিত হয়। ভিডিওতে বলা হয় জাতীয় পার্টিসহ সকল দলগুলোর নির্বাচন থেকে সরে দাড়ানোর হিরিক পড়েছে। ভিডিওটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক। ভিডিওটির স্ক্রিনশট দেখুন

জাপা সহ অন্যান্য পার্টির নির্বাচন বয়কটের দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায় নির্বাচন জাতীয় পার্টির সরে দাড়ানোর দাবিটি মিথ্যা ও বানোয়াট। সম্প্রতি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। জাতীয় পার্টি ২৮৩ টি আসনে প্রার্থীতা দিয়ে নির্বাচনে লড়াই করবে। এদিকে গত ২১শে ডিসেম্বর জাতীয় পার্টির মহাসচিব মুজিবল হক চুন্নু জাপা’র ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা দেন। দেখুন এখানে- ডেইলি ইত্তেফাক, সময় টিভি মাছরাঙা নিউজ। 

প্রথমে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা সংশয় থাকলেও পরবর্তীতে জাপা নির্বাচনে অংশগ্রহণ করতে রাজী হয়। গত ১৭ই ডিসেম্বর দলটি নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রতিবেদন দেখুন এখানে- যমুনা টিভিনয়া দিগন্ত। 

অপরদিকে বাংলাদেশ কল্যাণ পার্টি ও জাকের পার্টির নির্বাচন থেকে সরে দাড়ানোর দাবিতেও প্রচারিত ভিডিওগুলো সত্য নয়। কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিমকে জয়ী করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যুগান্তর। কক্সবাজার চাকরিয়া-১ আসন থেকে জেনারেল ইব্রাহিম নির্বাচন করছেন। সেই আসনে আওয়ামী লীগ কোন প্রার্থীতা দেয় নি।

অন্যদিকে জাকের পার্টির নির্বাচন থেকে সরে দাড়ানোর দাবিটি পুরোপুরি সত্য নয়। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১৮টি আসনে প্রার্থীতা ঘোষণা করলেও পরবর্তীতে ২০০ এর বেশি আসন থেকে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। প্রথম আলো। 

কে কে থাকছে নির্বাচনে? 

বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে গতকাল বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি সহ মোট ২৭টি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। যার মধ্যে তিনটি দল এবারই প্রথম কোন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা হলেন- তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দলোন। 

সর্বমোট ২৭টি দলের মধ্যে রয়েছে-

  • ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, 
  • ইসলামী ঐক্যজোট,
  •  কৃষক শ্রমিক জনতা লীগ, 
  • গণফোরাম, 
  • গণফ্রন্ট, 
  • জাকের পার্টি, 
  • জাতীয় পার্টি, 
  • জাতীয় পার্টি-জেপি, 
  • জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ,
  •  তৃণমূল বিএনপি,
  •  ন্যালনাল পিপলস পার্টি(এনপিপি),
  •  বিকল্প ধারা বাংলাদেশ,
  •  আওয়ামী লীগ,
  •  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, 
  • বাংলাদেশ কংগ্রেস,
  •  বাংলাদেশ কল্যাণ পার্টি,
  •  বাংলাদেশ খেলাফত আন্দোলন,
  •  বাংলাদেশ জাতীয় পার্টি,
  •  বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম,
  •  বাংলাদেশ তরিকত ফেডারেশন,
  •  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, 
  • বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, 
  • বাংলাদেশ মুসলিম লীগ, 
  • সুপ্রিম পার্টি, 
  • সাংস্কৃতিক মুক্তিজোট, 
  • ওয়ার্কার্স পার্টি ও 
  • সাম্যবাদী দল।

অপরদিকে বিএনপির রুহুল কবির রিজভীর ভাষ্যমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ মোট ৬২টি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। 

Conclusion:

সুতরাং, জাতীয় পার্টি, জাকের পার্টিসহ অন্যান্য সকল দলের নির্বাচন থেকে সরে দাড়ানোর হিরিক পড়ার দাবিটি মিথ্যা। 

Result: False

Our Sources:
যমুনা টিভিনয়া দিগন্ত BBC Banglaপ্রথম আলো

 ইব্রাহিমকে জয়ী করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ -যুগান্তর


 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular