বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact Checkমেসি সম্পর্কে জামাল মুসিয়ালার বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন 

মেসি সম্পর্কে জামাল মুসিয়ালার বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জার্মান ফুটবলার জামাল মুসিয়ালার ছবি সম্বলিত উক্তি প্রচার করা হচ্ছে। প্রচারিত ছবিতে দাবি করা হচ্ছে “যে ট্রফি এখনো মেসির হাতের ছোঁয়া পায়নি সেটা কোনোভাবেই ফুটবলের বিশ্বকাপ হতে পারে না”। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

মেসি

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জার্মান ফুটবল ক্লাব FC Bayern Munich এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৫ মার্চ “Messi, Neymar, Ronaldinho – Musiala’s big idols | Servus, Jamal Musiala” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, স্থান এবং মুসিয়ালার গায়ে থাকা জার্সির সাথে মেসিকে নিয়ে জামাল মুসিয়ালার মন্তব্য দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের ছবির মিল রয়েছে।এছাড়া ভিডিওর কোথাও জামাল মুসিয়ালা মেসি সম্পর্কে ভাইরাল হওয়া মন্তব্যটি করেন নি। 

পাশাপাশি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ জামাল মুসিয়ালার অফিশিয়াল টুইটার কিংবা ফেসবুক অ্যাকাউন্টে উক্ত মন্তব্যের কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

Read More: ছবিটি বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্রাজিল সমর্থকদের নয়

Conclusion

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে জার্মান ফুটবলার জামাল মুসিয়ালার বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular