শুক্রবার, জানুয়ারি 24, 2025
শুক্রবার, জানুয়ারি 24, 2025

HomeFact CheckFact Check: ফিলিস্তিনে শহীদ হওয়া শিশুদের লাশের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য...

Fact Check: ফিলিস্তিনে শহীদ হওয়া শিশুদের লাশের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয়

Claim
ফিলিস্তিনে শহীদ হওয়া শিশুদের লাশের দৃশ্য
Fact
এটি ইরানের তেহরানে অনুষ্ঠিত একটি আর্ট পারফরম্যান্সের দৃশ্য 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রাস্তায় কাফনে মোড়ানো লাশ পরে থাকার একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হয় ফিলিস্তিনে শহীদ হওয়া শিশুদের লাশের দৃশ্য। এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

শহীদ

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে 1 Mag নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৪ নভেম্বরে “The Symphony of the Killed work of art was performed on November 13th, at Palestine Square in Tehran” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে এর সূত্র ধরে ইরানের অফিশিয়াল সংবাদ সংস্থা Islamic Republic News Agency (IRNA) এ গত ১৪ নভেম্বর “‘Symphony of the Killed’ in Tehran’s Felestin Square” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Islamic Republic News Agency (IRNA) website

প্রতিবেদন হতে জানা যায়, গত ১৩ নভেম্বর ইরানের তেহরানের প্যালেস্টাইন স্কয়ারে ইসরায়েলি হামলায় নিহত গাজার শিশুদের সাথে সংহতি প্রকাশ করার জন্য ‘সিম্ফনি অফ দ্য কিল্ড’ নামে একটি আর্ট পারফরম্যান্স অনুষ্ঠানিত হয় এবং এটি সেই অনুষ্ঠানের দৃশ্য।

Read More: ২০৩০ সৌদি বিশ্বকাপ ফুটবলের স্টেডিয়ামের নকশা প্রকাশের দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়

Conclusion

গত ১৩ নভেম্বর ইরানের তেহরানের প্যালেস্টাইন স্কয়ারে ইসরায়েলি হামলায় নিহত গাজার শিশুদের সাথে সংহতি প্রকাশ করার জন্য ‘সিম্ফনি অফ দ্য কিল্ড’ নামে একটি আর্ট পারফরম্যান্স অনুষ্ঠানের ভিডিওকে ফিলিস্তিনে শহীদ হওয়া শিশুদের লাশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

Result: False

Our Sources
A video published on YouTube on 14 November 2023
A report published on Islamic Republic News Agency on 14 November 2023 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular