সম্প্রতি বাংলাদেশের কুমিল্লায় দূর্গাপূজামন্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বেশ কয়েকটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এমনকি পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারায় ৩ জন।
ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও দেখা যায় ব্যাপক প্রতিক্রিয়া। পরের দিন টুইটারে ছড়িয়ে পরে বাংলাদেশে পূজা মন্ডপে হামলা ও ভাঙচুরের ভিডিও। এবং শেয়ার হতে থাকে বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ – Bangladesh Hindu Unity Council (@UnityCouncilBD) নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইট। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে রক্ষার দাবি নিয়ে করা বিভিন্ন টুইটে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় পূজা মন্ডপে ভাংচুর এ হামলার একাধিক ভিডিও এবং ছবি। এই অ্যাকাউন্টটি নিজেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অফিসিয়াল টুইটার অ্যকাউন্ট দাবি করছে, যার পরিচিতি বর্ণনায় পাওয়া যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ওয়েব-অ্যাড্রেস bhbcop.org ।
কুমিল্লায় দুর্গাপূজা প্যান্ডেলের ভাংচুরের পর কয়েক ঘণ্টার মধ্যে টুইটার অ্যাকাউন্টটি গুরুত্ব পেয়েছে, বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সেই ভিডিও এবং ছবিগুলিকে পুনরায় টুইট করেছেন। এমনকি উস্কানিমূলক শব্দ ব্যবহার করে ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন।
Scroll.in, Times Now, India Today, The Print এবং OpIndia– এর মতো বেশ কয়েকটি ভারতীয় নিউজ পোর্টালও টুইটার অ্যাকাউন্টের দেওয়া টুইটগুলির উল্লেখ করে, সংবাদ প্রকাশ করেছে।
Fact Check/ Verification:
বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ (Bangladesh Hindu Unity Council) নামের এই টুইটার অ্যাকাউন্টের পরিচিতি বর্ণনায় পাওয়া যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ওয়েব-অ্যাড্রেস bhbcop.org ।
অ্যাকাউন্টের প্রচ্ছদ ছবিতে পোপ সহ হিন্দু, বৌদ্ধ এবং ইসলামী নেতাদের একই মঞ্চে দেখা যায়। এবং এই অ্যাকাউন্টটি একটি যাচাইকৃত ব্যাজ বা ‘নীল টিক’ বহন করে যা এই অ্যাকাউন্টির সত্যতা প্রকাশ করে। অর্থাৎ টুইটার ব্যবহারকারীদের মধ্যে এটি একটি বিশ্বাসযোগ্য বিষয়। এর পরে রয়েছে বিজেপিকে সমর্থনকারী সিনিয়র নেতারা, যার মধ্যে রয়েছে অরুণ যাদব (বিজেপি হরিয়ানা আইটি বিভাগের ইনচার্জ), শেফালি বৈদ্য (লেখক ও কলামিস্ট, ছদ্মবিদ) এবং রাজনৈতিক ভাষ্যকার প্রদীপ ভান্ডারী, সুদর্শন সংবাদের সুরেশ চাভানকে এবং স্বরাজ্যের সম্পাদকীয় পরিচালক আর জগন্নাথনসহ আরও অনেকে।
নিউজচেকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেসবুক পেজের মাধ্যমে প্রতিষ্ঠানের পদাধিকারীদের যোগাযোগের তথ্য খুঁজে পায়। নিউজচেকারের সাথে কথা বললে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এই টুইটার অ্যাকাউন্টটি তাদের প্রতিনিধিত্ব করেছে না বলে জানান। কাউন্সিল তাদের ফেসবুক পেইজে ১৬ই জুলাই ২০২১ সালে এই বিষয়ে একটি সতর্কতামূলক বার্তা ।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষও একই কথা বলেছেন। “আমাদের কোনো টুইটার পেইজ নেই। আমরা এ বিষয়ে আমাদের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং এর বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছি,” জানান দীপঙ্কর ঘোষ।
স্কুল-শিক্ষার্থীর আত্নহত্যার বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
কাউন্সিলের আইটি বিশেষজ্ঞ শুভ্র দেব কর নিউজচেকারকে আরও নিশ্চিত করেছেন যে সংস্থার কেবলমাত্র তিনটি প্ল্যাটফর্মে ডিজিটাল উপস্থিতি রয়েছে- একটি ওয়েবসাইট, একটি ফেসবুক পেইজ ও একটি নিউজ পোর্টাল – পরিষদ বার্তা, এবং সংগঠনটিকে রেফারেন্সে ব্যবহারকারী এই টুইটার পেইজটিও তাদের নয়। কর আরও বলেন, “আমরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছি টুইটার পেজটি কার্যক্রম বন্ধ করার জন্য।”
বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ (VHP Bangladesh) নামে আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকেও এই বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদের (@UnityCouncilBD) করা টুইট শেয়ার করেছে। ভিএইচপি বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল মণ্ডলের সাথে যোগাযোগ করলে, তিনিও নিউজচেকারকে জানান যে ভিএইচপি বাংলাদেশের কোন অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই। “আমাদের যদি এইরকম একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থাকতো তবে আমি এটি সম্পর্কে জানতে পারতাম। এটি একটি ভুয়া অ্যাকাউন্ট যা @UnityCouncilBD-কে রিটুইট করছে,” কুমিল্লায় ঘটনাস্থল মাঠ-পরিদর্শন থেকে ফেরার পথে কপিল মন্ডল নিউজচেকারকে এই মন্তব্য করেন।
Conclusion
Bangladesh Hindu Unity Council – বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ (@UnityCouncilBD) যা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অফিসিয়াল টুইটার অ্যকাউন্ট দাবিটি মিথ্যা। এবং বিভিন্ন উষ্কানিমূলক টুইটের মাধ্যমে ভারতীয় গণমাধ্যমকে বিভ্রান্ত করেছে এই ভুয়া টুইটার আ্যাকাউন্ট।
ভারতে তথ্য যাচাইয়ে সহযোগী পঙ্কজ মেনন, এই বিষয়ে নিউজচেকারের প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয় ১৪ই অক্টোবর।
Our Sources:
Primary Interviews: Bangladesh Hindu Buddhist Christian Unity Council General Secretary Rana Das Gupta, Vishaw Hindu Porishad Bangladesh General Secretary Kapil Mondal, Bangladesh Hindu Buddhist Christian Unity Council’s Organizing Secretary Deepankar Ghosh, IT Expert of the Bangladesh Hindu Buddhist Christian Unity Council Suvra Dev Kor
BBC: https://www.bbc.com/bengali/news-58912772
Twitter Account of the Bangladesh Hindu Unity Council: https://twitter.com/UnityCouncilBD
Bangladesh Hindu Buddhist Christian Unity Council: http://bhbcop.org/
Parishadbarta: http://parishadbarta.com/
Bangladesh Hindu Buddhist Christian Unity Council’s Facebook Page: https://www.facebook.com/bhbcop.org/
Vishaw Hindu Porishad Bangladesh (VHP Bangladesh Website): https://www.vhpbangladesh.org/
VHP Bangladesh Twitter Account: https://twitter.com/VHPBangladesh
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।