শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkভারতীয় শিশু নাইমের ছবিকে বাংলাদেশের শিশু দাবিতে আর্থিক প্রতারণা

ভারতীয় শিশু নাইমের ছবিকে বাংলাদেশের শিশু দাবিতে আর্থিক প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অসুস্থ শিশুর একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আবায়পুর ইউনিয়নের জহরুল ইসলামের ছেলে মো সবুজ এবং সে ক্যান্সারে আক্রান্ত। নিউজচেকার যাচাই করে দেখেছে ছবির শিশুটি বাংলাদেশের নয়।

ভারত
Screenshot from Facebook Post

এমন কিছু ভাইরাল ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

Fact Check / Verification

রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় ফান্ডরাইজিং প্রতিষ্ঠান কিটো এর ওয়েবসাইটে “Ya Allah! Only Treatment Worth 60 Lakhs Can Save My Son From Cancer. Help!” শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে শিশুটির ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

Screenshot from Ketto fundrise post

এছাড়াও, কিটোর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ২০২১ সালের ২১ অক্টোবরে শিশুটির সাহায্যর জন্য করা টুইট খুঁজে পাওয়া যায়।

মূলত, মো সবুজ নামের প্রচারিত ছবির শিশুটির নাম নাইম এবং সে ভারতের নাগরিক। নাইম মায়লোমোনোসাইটিক লিউকেমিয়া নামক এক ধরনের ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত।

Read More: ১৬ শিক্ষার্থীর ওমিক্রনে আক্রান্ত, খবরটি বাংলাদেশের নয়

নিউজচেকার ফেসবুক পোস্টগুলোয় উল্লেখিত মো সবুজের বাবা জহরুল ইসলামের বিকাশ নম্বরে (01306313164) যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি। তবে মোঃ সবুজ নামে বাস্তবে বাংলাদেশের কোনো শিশু রোগাক্রান্ত কিনা ও মানবিক সাহায্যের প্রয়োজন কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

Conclusion

ভারতীয় শিশুর একাধিক ছবি দিয়ে তাকে বাংলাদেশি শিশু দাবি করে ফেসবুকে নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে।

Result – Imposter content | False Content

Our Sources

Ketto: https://www.ketto.org/fundraiser/savenaeem

Ketto Tweet: https://twitter.com/ketto/status/1448642975660056589


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular