Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি তথ্য প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, “শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী।” এছাড়াও, এই দাবিতে উল্লেখ করা হয়েছে যে তিনি আরও বলেছেন, “বাংলাদেশ সেনাবাহিনী কোনো হতাহত চাননি, শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য ভারতের সেনাপ্রধানকে অনুরোধ করেছিল। আমরাও বাংলাদেশ সেনাবাহিনীর অনুরোধে সাড়া দিয়েছিলাম। তবে শর্ত ছিল, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা পুনঃস্থাপন হলে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতা পুনরায় বুঝিয়ে দেওয়া হবে।”
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর বাংলা সংস্করণ বিবিসি বাংলা এর ওয়েবসাইটে গত ১৩ জানুয়ারি অগাস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের ‘যোগাযোগ ছিল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের অভ্যুত্থান বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় থেকে বর্তমান পর্যন্ত তার সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের সময়ও তাদের মধ্যে নিবিড় যোগাযোগ ছিল। এছাড়াও, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তিনি সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের ‘প্রক্রিয়া’ দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। তবে, প্রতিবেদনে আলোচিত দাবিগুলো করার বিষয়ে তার কাছ থেকে সরাসরি কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম The Print-এর ইউটিউব চ্যানেলে ১৩ জানুয়ারির উক্ত সংবাদ সম্মেলনের সরাসরি সম্প্রচারকৃত সম্পুর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত সংবাদ সম্মেলনের ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, আলোচিত দাবিগুলোর বিষয়ে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কোনো মন্তব্য করেননি। অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তাকে জড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
সুতরাং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী’ মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
Result: False
Our Sources
BBC Bangla
The Print YouTube
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।