শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের পুরোনো ভিডিওকে টঙ্গী ইজতেমা মাঠে অগ্নিকান্ডের ঘটনা...

Fact Check: রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের পুরোনো ভিডিওকে টঙ্গী ইজতেমা মাঠে অগ্নিকান্ডের ঘটনা দাবিতে প্রচার 

Claim

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এই প্রেক্ষাপটে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে এবং সংঘর্ষে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এরই ধারাবাহিকতায় সামাজিক মাধ্যমগুলোতে অগ্নিকান্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় এটি টঙ্গীর ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার। এমন দাবিতে প্রচারিত প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিওহতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রাব্বি খান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “আমাদের রাজশাহী” নামের একটি ফেসবুক গ্রুপে “কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন” ক্যাপশনে গত ০২ জুলাই ২০২৪ প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়।

উক্ত ফেসবুক গ্রুপে করা পোস্টের ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্যতা পাওয়া যায় যা নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

তাছাড়া, মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে গত ১ জুন প্রচারিত একটি সংবাদ প্রতিবেদনে উপস্থাপিত আগুনের দৃশ্যের সঙ্গে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটির আগুনের দৃশ্য ও পারিপার্শ্বিক পরিবেশের সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পরবর্তীতে, ঘটনাটি নিয়ে গত জুন মাসে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায় (দেখুন এখানে এবং এখানে)। প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে যে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৩) সেসময়ে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। 

উল্লেখ্য, টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটলেও উক্ত স্থানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। 

অর্থাৎ, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পুরোনো দৃশ্যকে টঙ্গীর ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

Result: False

Our Sources
Ekattor TV News Clip
Rabbi Khan’s Facebook Post
Prothom Alo
Bangla Tribune


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular