শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: খালেদা জিয়ার সাথে থাকা ব্যক্তিটি পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম...

Fact Check: খালেদা জিয়ার সাথে থাকা ব্যক্তিটি পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম নন

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের নব নিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ করার দৃশ্য দাবিতে একটি ছবি ও তথ্য গণমাধ্যমসহ ফেসবুকে প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

খালেদা

নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে শুরুতে ভাইরাল এই ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে Iqbal Hossen Badol নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ০৭ আগস্টে প্রচারিত একটি পোস্টে আলোচিত ছবিটি  খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট হতে জানা যায় ছবিতে খালেদা জিয়া’র পাশের ব্যক্তিকে সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হিসেবে উল্লেখ করা হয়। 

পরবর্তীতে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিএনপি মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে ২৫ মে তে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে আতিকুর রহমান রুমনকে বক্তব্য দিতে দেখা যায় এবং তাকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। 

 

ভাইরাল ছবি এবং বিএনপি মিডিয়া সেলের ভিডিওর ছবি দুটি পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওর ব্যক্তি ও প্রচারিত ছবির ব্যক্তি একজনই।

তাছাড়া, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এর ছবির সাথে আলোচিত ছবির ব্যক্তিটির চেহারার মিল খুঁজে পাওয়া যায়নি। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম দেখা করার দাবির বিষয়ে কোনো তথ্য বা সংবাদ ,মূল ধারার গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

অধিকতর যাচাইয়ের জন্য আমরা বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ছবির ব্যক্তিতি আতিকুর রহমান রুমন।

অর্থাৎ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দাবিতে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তোলা ছবি দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে

Result: False

Our Sources
Conversation with Shairul Kabir of BNP Media Wing 
Iqbal Hossen Badol Facebook Post
BNP Media Cell
IGP of Bangladesh Police


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular