শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkনা, হাইড্রোজেন পার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয় না

না, হাইড্রোজেন পার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয় না

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ৪ জুন বিস্ফোরণের ঘটনার পর, ৫ জুন বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্ভাব্য অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত সতর্কতামূলক বার্তা। ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পরিচালকের নির্দেশনা উল্লেখ করে দাবি করা হয়, “হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সাথে বৃষ্টির পানি মিশে এসিড বৃষ্টির সম্ভাবনা আছে।”

এছাড়াও, চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশে পাশের এলাকাবাসীদের আগামী ১০-১৫ দিন বৃষ্টিতে না ভেজার পরামর্শও দেয়া হয়।

সবচেয়ে বেশি শেয়ার করা হয় National UniversityCreativeনির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সমর্থকCreative jogot – এই দু‌টি পেইজ থেকে। ফেসবুকে পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

Fact Check/ Verification

৬ জুন দুটি ভিন্ন টিকটক ভিডিওতে একই দাবিতে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পরিচালকের কথা উল্লেখ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে পরিচালক‌ বলে কোনও পদবী নেই। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগে যোগাযোগ করলে, ডিএমপির কর্মকর্তা নিউজচেকারকে বলেন, “ডিএমপিতে পরিচালকের কোনও পদবী নেই, এবং ডিএমপি থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি।”

Source: DMP Website

সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম crowdtangle-এ “এসিড বৃষ্টির সম্ভাবনা আছে, ডিএমপি পরিচালক” লিখে সার্চ করে, ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত মোট ২৬৭ টি ফেসবুক পোস্টে হাইড্রোজেন পার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনার আছে বলে দাবি করা হয়, এবং সর্ব প্রথম পোস্টটি করে Chittagong University News -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ এর ফেসবুক পেইজ থেকে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে মজুদ ছিলো হাইড্রোজনের পার অক্সাইড।

এটি সীতাকুন্ডের অগ্নিকাণ্ডের ঘটনার ছবি নয়

হাইড্রোজেন পার অক্সাইড কি

হাইড্রোজনের পার অক্সাইড একটি রাসায়নিক যৌগ, যার সংকেত H2O2। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) তথ্যানুযায়ী, বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজনের পার অক্সাইড বর্ণহীন তরল। কিন্তু উত্তপ্ত করা হলে তাপীয় বিয়োজনে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরক হিসেবে আচরণ করে।

অ্যাসিড বৃষ্টি কি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জি এম গোলজার হোসাইন নিউজচেকারকে বলেন, অ্যাসিড বৃষ্টিতে মূলত উচ্চ মাত্রার নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড থাকে।

ন্যাশনাল জিওগ্রাফির তথ্যানুযায়ী, পচনশীল গাছপালা এবং অগ্ন্যুৎপাতকারী আগ্নেয়গিরি কিছু রাসায়নিক নির্গত করে যা অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে, তবে বেশিরভাগ অ্যাসিড বৃষ্টি মানবসৃষ্ট। মানুষ যখন জীবাশ্ম জ্বালানি পোড়ায়, সালফার ডাই অক্সাইড (SO2) এবং নাইট্রোজেন অক্সাইড (NOx) বায়ুমণ্ডলে নির্গত হয়। এই বায়ু দূষণকারীরা জল, অক্সিজেন এবং অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়া করে বায়ুবাহিত সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে।

হাইড্রোজেন পার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জি এম গোলজার হোসাইন নিউজচেকারকে আরও বলেন, “হাইড্রোজনের পার অক্সাইড না থাকলেও অ্যাসিড বৃষ্টি হতে পারে। হাইড্রোজেন পার-অক্সাইড মূলত ডিকম্পোজ হয়ে অক্সিজেন তৈরি হয় এবং ডিকম্পোজ হয়ে গেলে অক্সিজেন বাতাসের সাথে মিশে যাবে। অর্থাৎ, এর মেঘের সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই। হাইড্রোজনের পার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয় না।”

নিউজবাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে, আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ আলম বলেন, “আমাদের দেশে সাধারণত ডিসেম্বর, জানুয়ারি মাসে, যে সময় বৃষ্টিপাত কম হয়, তখন খুবই অল্প পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। এতে বৃষ্টি পানির রং লালচে দেখা যায়। এই অ্যাসিড বৃষ্টিতে খুবই সামান্য ক্ষতি হয়ে থাকে। এবং তা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হয়। আমাদের দেশে এ ধরনের অ্যাসিড বৃষ্টি হলেও সীতাকুণ্ডের কনটেইনারে থাকা হাইড্রোজেন পার-অক্সাইডের কারণে হবে না। এটা ভ্রান্ত ধারণা।”

Conclusion

হাইড্রোজনের পার অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয় না, এবং ডিএমপিতে পরিচালকের কোনও পদবী নেই। ডিএমপি পরিচালককে উল্লেখ করে সতর্কতা বার্তা প্রচার মিথ্যা ও বিভ্রান্তিকর।

Result: False

Our Sources

CDC: https://www.cdc.gov/niosh/npg/npgd0335.html

National Geography: https://www.nationalgeographic.com/environment/article/acid-rain

Newsbangla: https://www.newsbangla24.com/science/194429/What-will-the-hydrogen-peroxide-of-Sitakunda-mix-with-the-clouds

Primary interview: https://du.ac.bd/faculty/faculty_details/CHM/106

DMP: https://dmp.gov.bd/hierarchy/

BBC: https://www.bbc.com/bengali/news-61701405


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular